৫ নভেম্বর ১৯৭১ঃ আন্তজার্তিক
টুংকু আব্দুর রহমান
ইসলামিক সচিবালয়ে (OIC) মহাসচিব ও মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টুংকু আব্দুর রহমান জেদ্ধায় রমজান উপলক্ষে ইসলামিক সংহতি রক্ষার উপর আয়োজিত এক অনুষ্ঠানে পূর্ব পাকিস্তান এবং ফিলিস্তিনের শরণার্থীদের সাহায্যের দাবী জানাইয়াছেন।
প্রেসিডেন্ট নিক্সন
মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের প্রেস সেক্রেটারি রন জিগলার ওয়াশিংটনে বলেন, পূর্ব পাকিস্থানের সঙ্কট প্রশ্নে প্রেসিডেন্ট নিক্সন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি গ্রহন যোগ্য মীমাংসার অপেক্ষায় রয়েছেন। উভয়পক্ষ চাইলে তিনি এ লক্ষ্যে একটি সুস্পষ্ট উদ্যোগ গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্র ভারত- পাকিস্তান যুদ্ধ চায় না চায় শান্তিপূর্ণ মীমাংসার।
সোভিয়েত ইউনিয়ন
পাকিস্তান ইতিপূর্বে সোভিয়েত ভারত যুক্ত বিবৃতির ব্যাখ্যা চাওয়ার পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানকে এই মর্মে আশ্বস্ত করিয়াছে যে তার দেশ উপমহাদেশে শান্তি রক্ষায় এবং পাকিস্তানের ঐক্য রক্ষায় আগ্রহী। পাকিস্তান এই বিবৃতি সমর্থন করিলেও সোভিয়েত ইউনিয়ন ভারতকে রাজনৈতিক সমর্থন এবং অব্যাহত অস্র সরবরাহের দরুন উদ্বিগ্ন।