মুজিবকে মুক্তি দাও
নয়া দিল্লী : কায়রাের আধা সরকারী সংবাদপত্র ‘আল-আহরাম’- এর সিনিয়র সম্পাদক জনাব ক্লোডিস মাকসুদ এখানে বলেছেন, বাংলাদেশ সমস্যার যে কোনরূপ সমাধানের জন্য সর্বাধিক প্রয়ােজনীয় হচ্ছে বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমানের আশু মুক্তি। তিনি বলেছেন যে, বাংলাদেশ সমস্যার যে কোনরূপ রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা চালানাের আগে পূর্বসৰ্ত্ত হিসেবে শেখ সাহেবকে অবশ্যই মুক্তির ব্যবস্থা বিশ্বকে করতে হবে।
জয়বাংলা (১) ১: ২০ # ২৪ সেপ্টেম্বর ১৯৭১
মুজিবের বিচার শেষ? (নিজস্ব বার্তা পরিবেশক)
গণপ্রজাতন্ত্রী বাঙলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবর রহমানের “বিচার কি শেষ হইয়া গিয়াছে? অথবা চলিতেছে? না স্থগিত রহিয়াছে? সম্প্রতি বিভিন্ন সূত্র হইতে পরস্পর বিরােধী খবর আসায় পাক জঙ্গীশাহীর দরবারে শেখ মুজিবের |গােপন বিচার প্রহসন সম্পর্কে এই সব প্রশ্ন উঠিয়াছে। এসােসিয়েটেড প্রেস পরিবেশিত একটি খবরে বলা হইয়াছে যে, বিশেষ সামরিক আদালতে শেখ মুজিবের ‘বিচার শেষ হইয়াছে। আদালত রায়দান স্থগিত রাখিয়াছে। বেসরকারী ওয়াকিবহাল মহলের বরাত দিয়া এই খবর প্রকাশ করা হইয়াছে যে, কয়েক ব্যক্তি শেখ মুজিবের বিরুদ্ধে সাক্ষ্য দিয়া ঢাকায় প্রত্যাবর্তন করিয়াছে। এ, এফ, পি’র অপর একটি খবরে প্রকাশ, শেখ মুজিবের বিচার প্রহসন সম্পর্কে পাকিস্তানের জঙ্গী শাসক মহল মুখ খুলিয়াছে। গত ২১শে সেপ্টেম্বর করাচীতে নাকি পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র বলিয়াছে যে, শেখ মুজিবের বিচার চলিতেছে। বিচারপৰ্ব’ কোন পর্যায়ে রহিয়াছে তাহা ঐ মুখপাত্রের জানা নাই বলিয়া সে সাংবাদিকদের জানাইয়াছে।
মুক্তিযুদ্ধ ও ১ ১২ ২৬ সেপ্টেম্বর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৩