You dont have javascript enabled! Please enable it! 1971.12.03 | শাহজাহানপুরে এক গোল্ডেন প্রিন্টিং শপ নামে এক প্রেসে স্টেনগানের গুলীতে তিনজন নিহত - সংগ্রামের নোটবুক

৩ নভেম্বর ১৯৭১ঃ আইন শৃঙ্খলা পরিস্থিতি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজে ভারতীয় চরদের বোমা হামলায় ব্যাপক ক্ষতি হয়। সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে জোনাকি সিনেমা হলের সাথে পলওয়েল মার্কেটে অবস্থিত মুসলিম কমার্শিয়াল ব্যাংকে ৪ জন অস্র ধারী প্রবেশ করে অস্রের মুখে ব্যাঙ্ক থেকে ১৮৫০০ টাকা এবং মৌচাকের ইউনিয়ন ব্যাংকের শাখায় ৩-৪ জন অস্র ধারী ব্যাঙ্কের ভিতর ঢুকে ৭০০০ টাকা লুট করে নিয়ে যায়। গতকাল মালিবাগেও ব্যাংক লুট হয়েছিল। রাত ৭ টার দিকে শাহজাহানপুরে এক গোল্ডেন প্রিন্টিং শপ নামে এক প্রেসে স্টেনগানের গুলীতে তিনজন নিহত ৩ জন আহত হয়েছে। নিহত একজন প্রেস মালিক বাকীরা কর্মচারী। নিখোঁজ হওয়ার ৮দিন পর খুলনা সদর থানার এসআই আবুল কাশেমের এর লাশ শহরের কেন্দ্রস্থল রেল ওয়ে কোয়াটার থেকে উদ্ধার করা হয়েছে। তার বাড়ী বগুড়া। ২৬ অক্টোবর অফিস শেষে বাড়ী যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।