৩ নভেম্বর ১৯৭১ঃ সীমান্তে পরিস্থিতি সম্পর্কে পাকিস্তান সরকারের নোট
ভারত পাকিস্তানের সীমান্তে ৫ লাখ সৈন্য সমাবেশ করেছে। বিমান ও নৌ বাহিনীও আক্রমনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পশ্চিম সীমান্তে ১২টি পদাতিক ডিভিশন, ১ টি সাঁজোয়া ডিভিশন, ৪টি স্বতন্ত্র সাঁজোয়া ব্রিগেড, একটি প্যারা ব্রিগেড, দুটি কমান্ডো ব্যাটেলিয়ন, ৫৪ ব্যাটেলিয়ন বিএসএফ মোতায়েন করেছে। বিমান বাহিনীর ১১০০ বিমান প্রস্তুত রয়েছে। ভারত সম্প্রতি সোভিয়েত ইউনিয়ন থেকে হেভি লিফট হেলিকপ্টার ও ২০ জন বৈমানিক চেয়েছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ করাচীর ৯৫ চট্টগ্রামের ১০০ মাইলের মধ্যে অবস্থান নিয়েছে। ভারত মুক্তিবাহিনীর ৬০০ অফিসারকে প্রশিক্ষন দিয়েছে। তারা তথাকথিত বাংলাদেশ বিমান বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে। তাদের একটি বিমান দেয়া হয়েছে এবং ত্রিপুরার একটি স্থান দেয়া হয়েছে। তারা ফ্রগ মেন ট্রেনিং দিয়ে দেশের ভিতর পাঠাচ্ছে এবং এরা কয়েকটি জাহাজের ক্ষতি সাধন করেছে। তারা তাদের কয়েকটি নৌযান দিয়েছে। ফেনী ব্রিজ উড়িয়ে দেয়ার জন্য দুজন ভারতীয় অফিসারকে সম্প্রতি খেতাব দেয়া হয়েছে। যাহা হোক পাকিস্তান সেনাবাহিনী তাদের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।