৩ নভেম্বর ১৯৭১; ইয়াহিয়া ভূট্টো বৈঠক
রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে পিপিপি প্রধান ভূট্টো এক বৈঠকে মিলিত হন। বৈঠক দু ঘণ্টা ধরে চলে। তিনি পরে সাংবাদিকদের সাথে বলেন ইয়াহিয়ার সাথে পূর্ব পাকিস্তান নিয়ে সকল পরিস্থিতি এবং উপনির্বাচন নিয়ে আলোচনা করেছেন। পূর্ব পাকিস্তানে তার দলের ৬ জন বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হওয়ায় তিনি খুশী কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান। আগের দিনে মুসলিম লীগের দুই শীর্ষ নেতা খান কাইউম এবং দউলতনার সাথে সম্পর্ক যুক্ত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এ প্রশ্নের উত্তর দিতে তার কয়েকদিন সময় লাগবে। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন তারা আদৌ প্রেসিডেন্ট এর সাথে দেখা করেছেন কিনা তা তিনি জানেন না। তার কায়রো এবং প্যারিস সফর সংক্ষিপ্ত করে হটাত তাকে কেন রাওয়ালপিন্ডি ডেকে আনা হল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন সফর অনেক সময়েই অনির্ধারিত থাকে তা ছাড়া তার অনেক রাজনৈতিক দায়িত্ব রয়েছে।