You dont have javascript enabled! Please enable it! 1971.11.02 | বদ্ধ মুষ্টির সাথে করমর্দন করা যায় না- লন্ডনে ইন্দিরা গান্ধী - সংগ্রামের নোটবুক

২ নভেম্বর ১৯৭১ঃ বদ্ধ মুষ্টির সাথে করমর্দন করা যায় না– লন্ডনে ইন্দিরা গান্ধী

লন্ডনে বৈদেশিক সাংবাদিক সমিতির প্রদত্ত মধ্যাহ্ন ভোজে ইন্দিরা গান্ধী বলেন হুমকি ও উস্কানি থাকা সত্ত্বেও পাকিস্তানের উপর আক্রমন চালানোর ইচ্ছা তাহার নাই। ইয়াহিয়ার সাথে বৈঠকে মিলিত হতে পারলে তিনি খুশিই হতেন। একই সাথে তিনি বলেন বদ্ধ মুষ্টির সাথে করমর্দন করা যায় না। ভারতকে আর সংযত এবং সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করতে বলা হয়েছে কিন্তু অপর পক্ষকে এধরনের কথা বলা হচ্ছে না। তিনি বলেন পাকিস্তানের পক্ষ থেকে অনবরত হুমকি আসছে যাহা ভারতের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। অতীতে ২ বার পাকিস্তানই ভারত আক্রমন করেছে ভারত নহে। অতীতে আমরা প্রস্তুত ছিলাম না এবার প্রস্তুত না থাকলে জনগন আমাদের ক্ষমা করবে না।