২ নভেম্বর ১৯৭১ঃ পীরজাদা গভর্নর বৈঠক
সফররত পিপিপি ভাইস প্রেসিডেন্ট ও এমএনএ আব্দুল হাফিজ পীরজাদা তার দলের অপরাপর সদস্য সহ গভর্নর এএম মালিকের সাথে সাক্ষাৎ করেছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন গভর্নরের সাথে তিনি পূর্ব পাকিস্তান সমস্যা নিয়েই আলোচনা করেছেন। তিনি গভর্নরকে শুস্ক মৌসুম শুরুর আগেই দেশের প্রত্যন্ত অঞ্চলে খাদ্য শস্য পৌঁছানোর জন্য গভর্নরের প্রতি আহবান জানান। পরে তিনি নির্বাচন কমিশনার আব্দুস সাত্তারের সাথে সাক্ষাৎ করেন। তিনি সেখানে আসন্ন উপ নির্বাচন নিয়েই আলোচনা করেছেন। তিনি বলেন তার দলের ৬০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন কিন্তু তাদের এবং কিছু স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে ৬ দল চাপ প্রয়োগ করছে। তিনি এ বিষয় নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছেন। তিনি রাওয়ালপিন্ডি সফররত এক মন্ত্রীর (কাশেম) বক্তব্য এর সমালোচনা করে বলেন তিনি কি করে বুঝলেন যে পূর্ব পাকিস্তানের পরিবেশ স্বাভাবিক।