১ নভেম্বর ১৯৭১ঃ যুদ্ধ পরিস্থিতি
বিলোনিয়া আক্রমন প্রস্তুতি
ভারতীয় ইস্টার্ন কমান্ডের ৪র্থ কোরের অধিনায়ক লেঃ জেনারেল সগত সিং, দক্ষিন ত্রিপুরা জেলায় মোতায়েন কৃত ২৩ ডিভিশনের জিওসি মেজর জেনারেল আর ডি হিরা ১ নং সেক্টর কম্যান্ডার মেজর রফিকের সাথে যুদ্ধ পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন।
ব্যাঙ্ক লুট
মালিবাগে দুপুরে ইস্টার্ন মার্কেণ্টাইল ব্যাঙ্কে একদল দুষ্কৃতিকারী প্রবেশ করে অস্রের মুখে ২৯২২৪ টাকা ডাকাতি করে নিয়ে যায়। চট্টগ্রামে আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কে অনুরূপ টাকা ডাকাতি হয়েছে তবে টাকার পরিমান জানা হয়নি।
রাজাকার ও মুজাহিদ
রাজাকারেরা গোপালগঞ্জের ফুকুরায় মধুমতি নদীতে, পার্বত্য চট্টগ্রামের কাপ্তাইয়ের কাছে বন্দরবারিতে, যশোরের সুক পুকুরিয়ায় পৃথক পৃথক ঘটনায় ১৯ জন বিদ্রোহী হত্যা করেছে। এ সকল ঘটনায় প্রচুর অস্র আটক করা হয়েছে।
অস্রের ছবি দুদিন আগের চট্টগ্রামের