১ নভেম্বর ১৯৭১ঃ বিবিধ
মুসলিম লীগের দুই গ্রুপের নেতা মিয়া মমতাজ দওলতানা, তার প্রাদেশিক সেক্রেটারী ও অর্থমন্ত্রী আবুল কাসেম, কাইউম গ্রুপের খান আব্দুল কাইউম প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে দেখা করেছেন।
পিপিপি এর ২য় প্রতিনিধিদলের পূর্ব পাকিস্তান উপস্থিতি
আব্দুল হাফিজ পীর জাদার নেতৃত্ব এ পিপিপি এর ২য় প্রতিনিধিদল ঢাকা এসে পৌঁছেছেন। তার সাথে ঢাকা আসেন জাহেদা সুলতানা এমএনএ, কাশেম পেটেল এমপিএ। আগের দলের দুজন রউফ তাহের, সাইদ হাসান ঢাকা অবস্থান করছেন তারা তাদের সাথে অবস্থান করবেন। ইস্কাটন দলীয় অফিসে তারা সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক কথাবার্তা বলেন।
কানাডিয়ান উন্নয়ন প্রতিনিধিদল
পল গেরিন লাজই এর নেতৃত্ব এ ৯ সদস্য বিশিষ্ট কানাডিয়ান উন্নয়ন প্রতিনিধিদল যশোরের ঝিকরগাছা সফর করেন। সেখানে তারা প্রত্যাবর্তনকারী শরণার্থী ও শান্তি কমিটির নেতাদের সাথে আলাপ করেন। ঢাকায় ফিরে তারা গভর্নর এ এম মালিকের সাথে সাক্ষাৎ করেন।
স্বাস্থ্যমন্ত্রী ওবায়দুল্লাহ মজুমদার
স্বাস্থ্যমন্ত্রী ওবায়দুল্লাহ মজুমদার মিটফোর্ড হাসপাতাল ও সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন।