You dont have javascript enabled! Please enable it! 1971.11.01 | জাতিসংঘে মাহমুদ আলী - উথান্ত সাক্ষাৎ - সংগ্রামের নোটবুক

১ নভেম্বর ১৯৭১ঃ জাতিসংঘে মাহমুদ আলী – উথান্ত সাক্ষাৎ

জাতিসংঘে পাকিস্তানী প্রতিনিধি দলের নেতা মাহমুদ আলী জাতিসংঘ মহাসচিবের সাথে ঘণ্টাকাল ব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন পাক ভারত পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতির কারনে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের অধিবেশন বসতে পারে। অধিবেশন আহবান পাকিস্তানের আবেদনের উপরও হতে পারে বা জাতিসংঘ মহাসচিব নিজেই ডাকতে পারেন। তিনি বলেন তার দেশ বরাবরই জাতিসংঘ বা উথান্তের প্রস্তাব গ্রহন করেছে কিন্তু ভারত প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং ভারতকে এখনি সংযত না করা গেলে যুদ্ধ বেধে যেতে পারে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন চীন বরাবরই পাকিস্তানের বন্ধু তাই নিরাপত্তা পরিষদে চীনের সমর্থন অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকবে। তিনি ইন্দিরা গান্ধীর আসন্ন নিউইয়র্ক সফরে গান্ধীর সাথে উথান্ত এর বৈঠক আশা করেন।