You dont have javascript enabled! Please enable it! 1971.10 31 | পূর্ব পাকিস্তানী নেতাদের কার্যক্রম | রাওয়ালপিন্ডিতে অর্থমন্ত্রী কাশেমের সাক্ষাৎকার | জামাতের বদর দিবস পালনের আহবান - সংগ্রামের নোটবুক

৩১ অক্টোবর ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানী নেতাদের কার্যক্রম

রাওয়ালপিন্ডিতে অর্থমন্ত্রী কাশেমের সাক্ষাৎকার
প্রাদেশিক অর্থমন্ত্রী আবুল কাশেম রাওয়ালপিন্ডিতে অবজারভারের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন প্রদেশের বিশাল জনসংখ্যার মধ্যে খুবই ক্ষুদ্র একটি অংশ বিচ্ছিন্নতাবাদের সাথে জড়িত। তিনি বলেন বিচ্ছিন্নতাবাদীরা দেশের ব্রিজ কালভার্ট রাস্তা রেলপথ ধংশ করে দেশের অর্থনীতি পঙ্গু করতে চাচ্ছে। তিনি বলেন শরণার্থী পুনর্বাসনে তার সরকার অনেক সুবিধা দিয়ে আসছে। এ বিষয়ে প্রেসিডেন্ট প্রতিজ্ঞা করেছেন। তিনি বলেন প্রত্তাবাসিত শরণার্থীদের ৮০% হিন্দু। তিনি বলেন বহাল আওয়ামী লীগের কতজন সদস্য ভারতে অবস্থান করছে তা তার জানা নেই।

জামাতের বদর দিবস পালনের আহবান
জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মিয়া তোফায়েল এবং প্রাদেশিক আমীর গোলাম আজম এক বিবৃতিতে ৭ নভেম্বর যথাযথ মর্যাদায় বদর দিবস পালনের আহবান জানিয়েছেন। তিনি বলেন ইসলাম ও ইসলাম বিরোধী শক্তি গুলোর মধ্যে বিরোধ সনাতন। ইসলাম বিরোধী শক্তিগুলো সবসময়েই ইসলামের অনুগামীদের ধ্বংস করার জন্য সর্বশক্তি গ্রহন করেছে। ৬২৩ খৃস্টাব্দের এদিনে কাফেরগন নিরস্র ইসলামের অনুসারীদের উচ্ছেদ করার জন্য তাদের উপর ঝাপিয়ে পড়েছিল কিন্তু জেহাদি তেজ নিয়ে আল্লাহর সৈনিক গন কাফেরদের চরমভাবে পরাজিত করেছিল। তিনি বলেন ঠিক একই ভাবে ইসলামের পুণ্য ভুমি পাকিস্তান ইসলাম বিরোধী শক্তি দ্বারা আক্রান্ত তাই আজকের পরিস্থিতিতে দিবসটি ইসলামী জোশ জেহাদের মনোভাব সৃষ্টি করবে। তাই তিনি যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি উদযাপনের জন্য আহ্বান জানিয়েছেন।