৩১ অক্টোবর ১৯৭১ঃ ব্রিগেডিয়ার হামিদ হোসেনের ছেলের সাংবাদিক সম্মেলন
সিলেটের এক চা বাগানে কর্মরত ব্রিগেডিয়ার হামিদ হোসেনের ২৩ বছর বয়সী ছেলে ভারত থেকে পালিয়ে এসে করাচীর ডিফেন্স অফিসারস হাউজিং সোসাইটির বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে তার পালিয়ে আসার কাহিনী বর্ণনা করেন। তিনি জানান তার কর্মস্থল থেকে তাকে ৮ এপ্রিল আটক করে মুক্তিবাহিনী। তারপর তাকে আগরতলা পাঠিয়ে দেয়া হয়। তিনি লন্ডনে তার বোনের কাছে চিঠি লিখে ২০০ পাউন্ড জোগাড় করেন এবং আদালতে ঘুষ দিয়ে মুক্তিলাভ করেন। পরে তিনি কলকাতা আসেন এবং সেখান থেকে দিল্লী আসেন। দিল্লীতে অবস্থানের পর তিনি পাকিস্তানে পাড়ি জমান। কলকাতা অবস্থান কালে তিনি তিনটি শিবির ঘুরে দেখেন। তিনি বলেন ভারত অনেক আওয়ামী লীগ নেতাদের জেলে আটক রেখেছে। অনেক নেতাদের সাথে আলাপকালে তাকে তারা জানায় ভারতের সাহায্য চাওয়ায় তারা এখন দুঃখিত। তিনি দিল্লির জনগণকে ইয়াহিয়ার ভাষণ শুনতে দেখেছেন এবং দিল্লিতে অবস্থানকালে তিনি জানতে পারেন মওলানা ভাসানি দিল্লীতে চিকিৎসাধীন। তিনি পক্ষাগাতে আক্রান্ত। তাকে কড়া পাহারায় রাখা হয়েছে।