৩১ অক্টোবর ১৯৭১ঃ দিল্লীতে জগজীবন রামের সাথে সোভিয়েত বিমানবাহিনী প্রধানের আলোচনা
সোভিয়েত বিমানবাহিনী প্রধান কুটাখভ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম এবং ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল পিসি লাল এর সহিত বৈঠকে মিলিত হন। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় অস্রের চাহিদা এবং খুচরা যন্ত্রাংশের দ্রুত সরবরাহের বিষয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। সোভিয়েত প্রতিনিধিদলে একজন সামরিক প্রকৌশলী লেঃ জেনারেল ভিভি ফিলিপভও আছেন। তার উপস্থিতির কারনে ধারনা করা যায় বিমান বাহিনীর বাহিরেও অস্র বিষয়ে আলাপ আলোচনা হয়েছে।