You dont have javascript enabled! Please enable it! 1974.08.31 | দৈনিক ইত্তেফাক -সুষ্ঠু পরিকল্পনা ও অর্থনৈতিক তৎপরতার সমন্বয় প্রয়ােজন - সংগ্রামের নোটবুক

আগস্ট ৩১, ১৯৭৪ শনিবার ঃ দৈনিক ইত্তেফাক

সুষ্ঠু পরিকল্পনা ও অর্থনৈতিক তৎপরতার সমন্বয় প্রয়ােজন ঃ দেশে দ্রা সরবরাহ বৃদ্ধি সম্পর্কে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন অবহিত আছেন। তিনি এ ব্যাপারে উদ্বিগ্ন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাক্ষাঙ্কারে তিনি বলেন, সাধারণতঃ জুন-জুলাই মাসে অর্থাৎ পাটের মৌসুমে মুদ্রা সরবরাহের পরিমাণ কিছুটা বৃদ্ধি পায়। তবে ডিসেম্বরের দিকে আবার ইহা হ্রাস পায় বলিয়া তিনি উল্লেখ করেন। অর্থমন্ত্রী বলেন, সুষ্ঠু পরিকল্পনা ও অর্থনেতিক তৎপরতার সঠিক সময় ব্যতিত বর্তমান সংকট (অর্থনৈতিক) কাটাইয়া উঠা অসম্ভব। তিনি বলেন, সমস্যার সমাধানের জন্য যাহা সর্বাধিক প্রয়ােজন উহা হইল। জাতীয়তাবাদের ভিত্তিতে দেশাত্মবােধ গড়িয়া তােলা। দেশের অর্থনৈতিক মুক্তি আন্দোলনে আপামর জনসাধারণের অংশগ্রহণ করিতে হইবে বলিয়া তিনি মত। প্রকাশ করেন। তিনি বলেন, “দেশে এমনিতেই সম্পদের দুষ্প্রাপ্যতা রহিয়াছে, তদুপরি প্রাকৃতিক দুর্যোগ আমাদিগকে অনেক পিছনে ঠেলিয়া দিতেছে। সমস্যা সমাধানের জন্য জাতীয় ঐক্য গড়িয়া তুলিতে হইবে”।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি