You dont have javascript enabled! Please enable it! 1974.08.02 | দৈনিক বাংলা -পর্যাপ্ত নন জুডিশিয়াল স্ট্যাম্প আছে - সংগ্রামের নোটবুক

আগস্ট ২, ১৯৭৪ শুক্রবার ও দৈনিক বাংলা

পর্যাপ্ত নন জুডিশিয়াল স্ট্যাম্প আছে : অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ বলেন যে, সরকারের নিকট পর্যাপ্ত নন-জুডিশিয়াল স্ট্যাম্প মওজুদ রয়েছে। কোন কোন সংবাদপত্রে এ সম্পর্কে প্রকাশিত একটি খবরকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণােদিত বলে বর্ণনা করেন। বাসস জানায় যে, অর্থমন্ত্রী বৃহস্পতিবার তার অফিসে সাংবাদিকদের সাথে। আলােচনাকালে বলেন, বিভিন্ন দামের স্ট্যাম্পের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযােগে ইতােমধ্যেই কতিপয় ভেন্ডারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সরকার জনসাধারণের কল্যাণে নন-জুডিশিয়াল স্ট্যাম্পসহ স্ট্যাম্পের সুষ্ঠু বন্টন নিশ্চিতকরণে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, সরকার স্ট্যাম্পের কৃত্রিম সংকট সৃষ্টির মত ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বনে দ্বিধা করবেন না। জনাব তাজউদ্দিন বলেন, কোন সংবাদপত্র তার খবরের মাধ্যমে জনস্বার্থ বিরােধী তৎপরতায় লিপ্ত অসৎ ব্যক্তিদের সাহায্য করলে তা হবে দুর্ভাগ্যজনক। তিনি বলেন, একটি দৈনিকে প্রকাশিত খবর তাদের সহায়ক হবে, যারা স্ট্যাম্প মওজুদ করে।

জনসাধারণের অসুবিধা সৃষ্টি করছে। তিনি বলেন, স্ট্যাম্প মজুদকারী ও এর উপর অস্বাভাবিক মুনাফা শিকারিদের বিরুদ্ধে সম্প্রতি আকস্মিক ব্যবস্থা নিয়ে সরকার সমস্যা প্রায় সমাধান করেছেন। গত ২৫ জুলাই তার আকস্মিক পরিদর্শন ও কতিপয় ভেন্ডারের বিরুদ্ধে নেয়া ব্যবস্থার উল্লেখ করে তিনি বলেন, তখন থেকে স্ট্যাম্প আর দুষ্প্রাপ্য নয়। তিনি জানান যে, স্ট্যাম্পের সুষ্ঠ বন্টন নিশ্চিত করণ ও অসাধু ভেন্ডারদের হাতে জনসাধারণের হয়রানি বন্ধের জন্য তিনি একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ট্রেজারি থেকে সরাসরি স্ট্যাম্প বিক্রির নির্দেশ দিয়েছেন। প্রকাশিত খবরের প্রতিবাদ করে অর্থমন্ত্রী বলেন, সরকারের সরবরাহ করা স্ট্যাম্প চাহিদা পূরণের পক্ষে পর্যাপ্ত। তিনি জানান, ঢাকা সদর মহকুমার ৫৪ জন ভেন্ডারের প্রত্যেককে মাসে ৮ হাজার স্ট্যাম্প সরবরাহ করা হয়েছে। তিনি আরাে জানান যে, দেশের বাকি অংশেও সেখানকার চাহিদা পূরণের জন্য পর্যাপ্তসংখ্যক স্ট্যাম্প সরবরাহ করা হয়েছে। প্রকাশিত খবরের প্রতিবাদ করে তিনি আরাে বলেন, গত দু’বছরে স্বাধীনতাপূর্বকালের চেয়েও অধিক পরিমাণ স্ট্যাম্প সরবরাহ করা হয়েছে। তিনি জানান। ১৯৬৯-৭০ সালে তদানীন্তন সরকার ৭ কোটি ১২ লাখ টাকার স্ট্যাম্প সরবরাহ করেছিলেন। অপর দিকে ১৯৭২-৭৩ সালে ৭ কোটি ৯১ লাখ টাকার এবং ১৯৭৩৭৪ সালে ১১ কোটি ৩৪ লাখ টাকার স্ট্যাম্প সরবরাহ করা হয়েছে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি