You dont have javascript enabled! Please enable it! 1974.06.20 | দৈনিক ইত্তেফাক -সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সৎ ও নিরলস প্রচেষ্টার কোন বিকল্প নেই - সংগ্রামের নোটবুক

জুন ২০, ১৯৭৪ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক

সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সৎ ও নিরলস প্রচেষ্টার কোন বিকল্প নেই : ইত্তেফাক রিপাের্ট। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, নিয়মানুবর্তিতা, বাস্তবানুগ উন্নয়ন নীতি প্রণয়ন ও কঠোর শ্রমের আজ বড় প্রয়ােজন। গতকল্য (বুধবার) জাতীয় সংসদে ১৯৭৪-৭৫ সালের বাজেট পেশকালে বক্তৃতা প্রসঙ্গে অর্থমন্ত্রী। একথা বলেন। অর্থমন্ত্রী গতকল্য ৪ শত ৭০ কোটি ২৩ লক্ষ টাকার রাজস্ব ও ৫২৫ কোটি টাকার উন্নয়ন বাজেট পেশ করেন। জনাব তাজউদ্দিন আহমদ বাজেট বক্তৃতাকালে বলেন যে, স্লোগান দিয়া সমাজতন্ত্র কায়েম করা যায় না, দুর্নীতি দূর হয় না, বুলি আওড়াইয়া প্রবৃদ্ধি আনা যায় না, জনসাধারণকে সর্বকালের জন্য ধোকা দেওয়া চলে না। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, সার্বিক সমৃদ্ধি অর্জন করিতে হইলে সর্বপর্যায়ে নেতৃত্ব, জনগণ ও সম্পদকে সংগঠিত করার ক্ষেত্রে সর্বাত্মক, মহৎ বাস্তবানুগ ও নিরলস প্রচেষ্টার কোন বিকল্প নাই। অর্থমন্ত্রী তাহার ভাষণে বলেন, ১৯৭৪-৭৫ অর্থ বৎসরে আমরা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়াছি, দেশের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির প্রয়ােজনে উহা ন্যূনতম প্রয়াসমাত্র।

তিনি বলেন, দেশের নিদারুণ দারিদ্র্য দূর করার কর্মসূচি বাস্তবায়নের যদি আমরা ব্যর্থ হই তাহা হইলে দারিদ্র্যের অভিশাপ হইতে এই দেশকে মুক্ত করিয়া স্বাধীনতার সম্পূর্ণ সুফল অর্জন করা সম্ভব হইবে না। ১৯৭৪-৭৫ সালের উন্নয়ন বাজেটের অর্থসংস্থানের উৎস পর্যালােচনাকালে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, উন্নয়নের জন্য প্রয়ােজনীয় বিনিয়ােগের তুলনায় আমাদের নীট সঞ্চয়ের পরিমাণ অনেক কম। তিনি বলেন যে, এই কারণেই বৈদেশিক সাহায্যের উপর আমাদের নির্ভশীলতা অত্যধিক। তিনি বলেন, বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতার কুফল সম্পর্কে বাগ্মিত করা অনায়াস সাধ্য। তিনি বলেন, প্রয়ােজন অনুযায়ী জাতীয় সঞ্চয় বৃদ্ধি করিতে সমর্থ না হইলে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা দূর করা কিংবা বিকল্পে আমাদের দারিদ্র্য দূর করার আর কোন উপায় আমার জানা নেই। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে নীট জাতীয় সঞ্চয় বাড়ানাের উপায় খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, অন্যান্য উৎপাদনে বিশেষতঃ শিল্পে নৈপুণ্য লাভ ও সর্বপর্যায়ে কৃতা সাধন। তিনি বলেন, এই ক্ষেত্রে স্ববিরােধীতা এবং স্থবিরতা শুধু আগামী বছরের উন্নয়ন পরিকল্পনাকে ব্যাহত করিবে না বরং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি প্রচেষ্টাকে ব্যর্থ করিয়া শােষণমুক্ত ও সমৃদ্ধিশালী সমাজ গড়ার জাতীয় প্রতিশ্রুতিকে প্রহসনে পরিণত করিবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি