জুন ১৬, ১৯৭৪ রবিবার ও দৈনিক পূর্বদেশ
বাংলাদেশের আর্থিক পরিস্থিতি বিশেষ সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস । ওয়াশিংটন, ১৪ জুন, বাসস। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেছেন যে, কৃষকদের প্রয়ােজনীয় কৃষি সরঞ্জাম সরবরাহ করতে পারলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। গত মঙ্গলবার জনাব তাজউদ্দিন আহমদ যুক্তরাষ্ট্রের কৃষি সচিব মন্ত্রী মি. আর্ল এল, বাটজয়ের সাথে দেখা করে এ কথা জানান। জনাব আহমদ তার সাথে প্রায় চল্লিশ মিনিট আলােচনা করেন। আলােচনায় তারা উভয় দেশের পারস্পরিক সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলােচনা করেন। আলােচনাকালে জনাব তাজউদ্দিন আহমদ মি. বাটজকে জানান যে, বিশেষভাবে দেশের সম্পদের ওপর যখন বিস্তর চাপ পড়ছে তখন দেশের অর্থনীতিকে গড়ে তােলার জন্য বাংলাদেশে বিদেশী বন্ধু রাষ্ট্রের সহযােগিতা প্রয়ােজন। বাংলাদেশ খাদ্য শস্যের উৎপাদনের ভবিষ্যৎ এবং খাদ্য ঘাটতি সম্পর্কে মি, বাটজয়ের এক প্রশ্নের জবাবে জনাব আহমদ তাকে বলেন, সরকারী মজুদ বাদে দেশে খাদ্য ঘাটতির পরিমাণ ১৭ লক্ষ টন। নব্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রের বিশেষ অসুবিধাকে বিশেষ সহানুভূতির সাথে বিবেচনা করা হবে বলে মি. বাটজ আশ্বাস দেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি