মার্চ ৩০, ১৯৭৪ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ
জনগণের সামনে বাস্তব অবস্থা তুলে ধরতে হবে : মােহনগঞ্জ, ময়মনসিংহ, ২৯। মার্চ, বাসস। জাতীয় অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক দ্রব্য মূল্য বৃদ্ধির সাথে জনগণকে পুরােপুরি ওয়াকিবহাল করার জন্য অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন কার্যকরি গণসংযােগ ব্যবস্থা গড়ে তােলার আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী আজ বিকেলে স্থানীয় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, জনগণের সামনে বাস্তব অবস্থা তুলে ধরতে হবে। ধ্বংসাত্মক শক্তিগুলাে যাতে জনগণের অজ্ঞতাকে পুঁজি করতে না পারে সে জন্যই এই ব্যবস্থা নেয়া দরকার বলে তিনি মন্তব্য করেন। সারা বিশ্বের দ্রব্য মূল্য পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের প্রতি আহ্বান জানান। চলতি বছর খাদ্য শস্য আমদানি খাতে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করতে হবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, জাতীয় বাজেট প্রণয়নের সময় আন্তর্জাতিক মুদ্রা পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখা হয়। কিন্তু আরবদের তেল অবরােধের ফলে আন্তর্জাতিক বাজারে দ্রব্য মূল্য তিন-চারগুণ বেড়ে গেছে। কৃষিক্ষেত্রে অগ্রগতির জন্য মন্ত্রী চাষিদের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। জাতীয় উৎপাদন বাড়ানাের জন্য তিনি সকলের প্রতি আবেদন জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি