মার্চ ১১, ১৯৭৪ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ
সমাজতন্ত্রের মনগড়া ব্যাখ্যা দেবেন নাঃ ঢাকা, ১০ মার্চ বাসস। সমাজতন্ত্র সম্পর্কে যারা ভালভাবে ওয়াকিবহাল নন, তারা যেন এ সম্পর্কে তাদের নিজেদের ব্যাখ্যা দান থেকে বিরত থাকেন; কারণ এ ধরনের ব্যাখ্যা ভাল করার পরিবর্তে বিভ্রান্তিরই জন্ম দিয়ে থাকে। কথাগুলাে বলেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ। তিনি আজ সকালে নরসিংদী কলেজ ময়দানে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল ছাত্র লীগের সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী বলেন, সমাজতন্ত্রের যেমন মনগড়া ব্যাখ্যা হয় না, তেমনি সমাজতান্ত্রিক কর্মী বাহিনী ছাড়া সমাজতন্ত্র বাস্তবায়িত করা যায় না। তিনি ছাত্র সমাজের সচেতন অংশ থেকে সমাজতন্ত্রী ক্যাডার গড়ে তােলার উপরও গুরুত্ব আরােপ করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি