ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ
দু’বছরেও বাংলা চালু না হওয়ার খোড়া অজুহাত বিশ্বাস করি না; প্রয়ােজন হলে আমি সংগ্রাম করব : স্টাফ রিপাের্টার। বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে মহান একুশে উপলক্ষে গত বৃহস্পতিবার সংগঠন কার্যালয়ে এক আলােচনা সভায় বক্তৃতাকালে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ স্বাধীনতা লাভের দুই বছর পরেও সর্বস্তরের বাংলা চালু না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন এবং অবিলম্বে এ বিষয়ে কার্যকরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেছেন, তা না হলে আমি নিজে আন্দোলন শুরু করব। জনাব তাজউদ্দিন আহমদ তার বক্তৃতায় আরাে বলেন, প্রশাসনিক ক্ষেত্র সহ অন্যান্য ক্ষেত্রে আজো বাংলা চালু হয়নি এটা সত্যি। নেতৃত্বে যারা আছেন বাংলা ভাষা চালু করার দায়িত্ব সর্বপ্রথম তাদের। তিনি বলেন, আমরা দায়িত্ব পালন করতে পারিনি, এটা স্বীকার করতে দোষ নেই।
তিনি মত প্রকাশ করেন যে, সরকার থেকে কাজ শুরু না করলে কোনদিন বাংলা সর্বস্তরে চালু হবে না। তিনি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা ক্ষেত্রে বাংলা চালুর বিষয়ে বইয়ের অভাবের অজুহাতের উল্লেখ করে বলেন, শিক্ষার মাধ্যমে কড়াকড়িভাবে বাংলা চালু করা না হলে প্রকাশকরা কোনদিনই বই প্রকাশ করে লােকসান দিতে রাজি হবে না। পরিভাষা, টাইপ মেশিন, সাঁটলিপিকার ইত্যাদির অভাবে বাংলা চালু করার কাজ আটকে থাকার অজুহাত প্রসঙ্গে তিনি বলেন, এটা আমি মানি না। তিনি বলেন, জাতি ভাষা শহীদদের প্রতি প্রকৃত সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। শুধু তাদের আত্মত্যাগ সম্পর্কে আলােচনার জন্য তারা প্রাণ দেয়নি। ভাষার অধিকারকে প্রতিষ্ঠিত করতে তারা প্রাণ দিয়েছে। সেই অধিকার সুপ্রতিষ্ঠিত করার ব্যাপারে কার্যকরি ব্যবস্থা অবিলম্বে গ্রহণের দাবি তিনি জানিয়েছেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি