ডিসেম্বর ১৯, ১৯৭৩ বুধবার ঃ দৈনিক বাংলা
বাস্তবতা মেনে নিন; পাকিস্তান ও চীনের প্রতি তাজউদ্দিন ও স্টাফ রিপাের্টার। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বাংলাদেশের বাস্তবতাকে স্বীকার করে নেয়ার জন্য পাকিস্তান ও চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, সার্বভৌমত্ব সমতা আর পারস্পারিক স্বার্থের ভিত্তিতেই বাংলাদেশ তার প্রতিবেশী সকল দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে ও বন্ধুত্বকে সুদৃঢ় করতে চায়। পাকিস্তানের সম্পর্কে তিনি বলেন, প্রতিশােধের নীতিতে আমরা বিশ্বাসি নই। যুদ্ধের ক্ষয়ক্ষতিকে আমরা শুক্রতার পর্যায়ে না ফেলে স্বাধীনতার মূল্য হিসেবে নিয়েছি। সুতরাং পাকিস্তানের উচিত বাংলাদেশের বাস্তবতাকে স্বীকার করে নিয়ে উপমহাদেশের উত্তেজনা হ্রাস করতে এগিয়ে আসা। গত সােমবার ঢাকার লালকুঠি মিলনায়তনে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের আয়ােজিত এক সভায় তিনি বক্তৃতা করছিলে। ভারত-বাংলাদেশ মৈত্রী সম্পর্কে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, এ মৈত্রী পারস্পরিক স্বার্থ, সমঝােতা আর আদর্শের ওপর গড়ে উঠেছে। ভারতবাংলাদেশের মধ্যে এ বন্ধুত্ব গড়ে উঠেছে রক্তের বিনিময়ে। আমাদের দুইটি দেশের অর্থনৈতিক অগ্রগতি আর প্রগতির স্বার্থেই এ বন্ধুত্ব দৃঢ়তর হয়ে দীর্ঘজীবী হবে। এ বন্ধুত্ব বিনষ্ট করার চেষ্টাকে প্রতিহত করা হবে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি