You dont have javascript enabled! Please enable it! 1973.12.15 | দৈনিক বাংলা-সােভিয়েট সাংস্কৃতিক ভবনে জাতীয় দিবসের অনুষ্ঠান; সমাজতান্ত্রিক সােনার বাংলা গড়ার শপথ নিন - সংগ্রামের নোটবুক

ডিসেম্বর ১৫, ১৯৭৩ শনিবার ঃ দৈনিক বাংলা

সােভিয়েট সাংস্কৃতিক ভবনে জাতীয় দিবসের অনুষ্ঠান; সমাজতান্ত্রিক সােনার বাংলা গড়ার শপথ নিন : অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ জাতীয় দিবসে সমাজতান্ত্রিক সােনার বাংলা গড়ার শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল  শুক্রবার সােভিয়েট দূতাবাসের সাংস্কৃতিক ভবনে আয়ােজিত এক অনুষ্ঠানে তিনি এ  কথা বলেন। বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠান আয়ােজিত হয়। অনুষ্ঠানে সভানেত্রীত্ব করেন বাংলাদেশ সােভিয়েট মৈত্রী সমিতির সভানেত্রী বেগম সুফিয়া কামাল। বাংলাদেশে সােভিয়েট রাষ্ট্রদূত আঁদ্রে ফোমিনও অনুষ্ঠানে ভাষণ দেন।  জনাব তাজউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য যে শহীদান প্রাণ  দিয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার ভার দেশবাসীর ওপর। শহীদের স্বপ্নকে  বাস্তবায়িত করার অর্থ বাংলাদেশকে প্রগতিশীল, আদর্শবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্রে গড়ে তােলা। জনাব তাজউদ্দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সােভিয়েট ইউনিয়নকে শ্রেষ্ঠ বন্ধু’ বলে অভিহিত করেন। তিনি ভারতের সহযােগিতার কথাও বলেন। বাংলাদেশে সমাজতন্ত্র কায়েমে সােভিয়েট ইউনিয়নের সহযােগিতা ও সাহায্য প্রয়ােজন বলে তিনি বলেন। স্বাধীনতা সংগ্রামের মত দেশ গড়ার কাজে তিনি সােভিয়েট ইউনিয়নের সহযােগিতা কামনা করেন। তিনি বলেন যে, কিছু লােক সমাজতন্ত্রের নামে হঠাৎ তন্ত্রের কথা বলছে।

কিন্তু সমাজতন্ত্র একদিনে আসে না। সমাজতন্ত্রের জন্য প্রয়ােজন কঠোর পরিশ্রম।  তিনি বলেন যে, গণ-ঐক্যজোট গড়ার মাধ্যমে তিনটি দলের দায়িত্ব বেড়েছে। তিনটি দলের ত্যাগ স্বীকার যাতে ব্যর্থ না হয় সে জন্য কাজ করার আহ্বান জানিয়ে সংবাদপত্রে বিবৃতি প্রদান ও টেলিভিশনে চেহারা প্রদর্শন থেকে তিনি তাদের বিরত থাকতে বলেন। কিছু সংবাদপত্রে চট্টগ্রামে সােভিয়েট নৌ-উদ্ধারকারী দল নৌ-ঘাঁটি করার জন্যে  অবস্থান করছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তিনি তার নিন্দা করে বলেন, | মিথ্যা প্রচার করে জনগণকে ধোকা দেয়া যাবে না।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি