You dont have javascript enabled! Please enable it! 1973.11.05 | দৈনিক পূর্বদেশ-প্রতারণা করলে আমাকেও রেহাই দেবেন না - সংগ্রামের নোটবুক

নভেম্বর ৫, ১৯৭৩ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ

প্রতারণা করলে আমাকেও রেহাই দেবেন না ঃ ঢাকা, ৪ নভেম্বর (এনা)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ দুবৃত্তদের কার্যকলাপ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ব্যাপক জনমত গড়ে তুলে দুবৃত্তদের দমন করার আহ্বান জানান। তিনি আজ সন্ধ্যায় কারিগরি মিলনায়তনে পূবালী ব্যাংকের অফিসার সমিতির আয়ােজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, দুবৃত্ত দুবৃত্তই, সে যে পদেরই অধিকারী হউক না কেন। যদি তাজউদ্দিনও কোন প্রতারণা করে অথবা একজন নক্সালি কোন ডাকাতিতে জড়িত হয়, তবে তাদের রাজনীতিক না বলে দুবৃত্ত বলেই আখ্যা দেয়া হবে। জনাব তাজউদ্দিন আহমদ দুষ্কৃতিকারী ও সমাজ বিরােধী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাকে রাজনৈতিক রূপ না দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দুষ্কৃতিকারী সে যেই হােক তাকে ক্ষমা করা চলবে না। দুষ্কৃতিকারী রাজনৈতিক নেতা বা বা কর্মী নয় ।

অর্থমন্ত্রী ব্যাংক ডাকাতি বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন যে, এ অবস্থাকে আর বেশি দিন চলতে দেয়া উচিত হবে না। তিনি বলেন, আগামী দিন তার অফিসে ব্যাংকের পরিচালকদের সাথে এক বৈঠকে মিলিত হবেন এবং ব্যাংক ডাকাতি বন্ধ করতে অফিসার, কর্মচারি এবং আইন প্রয়ােগকারী সংস্থাসমূহের সহযােগিতা কিভাবে পাওয়া যায় তা নিয়ে আলাপ-আলােচনা করবেন। ব্যাংকের সকল শ্রেণীর কর্মচারি ও শ্রমিকদের দায়িত্বজ্ঞানের পরিচয় দানের জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানান। ব্যাংকের কর্মচারিদের জন্য গঠিত বেতন কমিশন বাস্তবায়িত হলে তারা অধিকতর সুযােগ-সুবিধা পাবেন বলে তিনি আশ্বাস দেন। জনাব তাজউদ্দিন শহরে বাসগৃহ সমস্যা এবং অত্যধিক হারে বাসা ভাড়া বৃদ্ধির ফলে সীমিত আয়ের লােকদের যে অসুবিধা হচ্ছে সে ব্যাপার উল্লেখ করে বলেন, এ অসুবিধা বিবেচনা করে গৃহ নির্মাণ ঋণদান সংস্থা ঢাকা শহরে ৬২৫ টি ফ্লাট নির্মাণ করবে। এসব ফ্লাট ১৩ তলা বিশিষ্ট ১২টি বিল্ডিংয়ে বিভক্ত থাকবে। এসব ফ্লাট যাদের বাড়ি নেই তাদের মধ্যে সরকার বিক্রি করবেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি