You dont have javascript enabled! Please enable it! 1973.10.06 | দৈনিক পূর্বদেশ-বিশ্বের বাজারে কাঁচা পাটের ভবিষ্যৎ উজ্জ্বল - সংগ্রামের নোটবুক

অক্টোবর ৬, ১৯৭৩ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ

বিশ্বের বাজারে কাঁচা পাটের ভবিষ্যৎ উজ্জ্বল? ঢাকা, ৫ অক্টোবর (বাসস)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ বলেছেন, উন্নয়নশীল দেশগুলাে আন্তর্জাতিক মুদ্রা সংস্কারের জন্যে তাদের দাবির ব্যাপারে সবাই একমত। প্রায় তিন সপ্তাহ ধরে বিদেশ সফর শেষে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ সন্ধ্যায় ঢাকায় ফিরে এসেছেন। বিদেশে অবস্থানকালে আমাদের অর্থমন্ত্রী দারেসসালামে কমনওয়েলথ অর্থমন্ত্রী সম্মেলন এবং নাইরােবীতে আন্তর্জাতিক অর্থ তহবিল ও বিশ্ব ব্যাংকের যুক্ত বৈঠকে যােগদান করেন। তাছাড়া লন্ডনে পাট ব্যবসায়ীদের সাথেও তিনি আলাপ আলােচনায় মিলিত হয়েছেন । জনাব আহমদ দারেসসালামে অনুষ্ঠিত কমনওয়েলথ অর্থমন্ত্রী সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা সংস্কারের জন্যে ত্বরিত ব্যবস্থা অবলম্বনের উপর গুরুত্ব আরােপ করেন।

ঢাকায় ফিরে এসে অর্থমন্ত্রী বলেন, কুড়িটি উন্নয়নশীল দেশকে নিয়ে গঠিত কমিটি একটি নিরপেক্ষ সংরক্ষিত সম্পদ হিসেবে এস.ডি.আর. গঠনের পক্ষে অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, এস.ডি.আর. এবং উন্নয়নশীল দেশগুলাের মধ্যে একটি যােগসূত্র প্রতিষ্ঠা ও চাহিদার ভিত্তিতে বর্তমান স্বর্ণমানের পরিবর্তে এস.ডি.আর, প্রতিষ্ঠিত হবে। জনাব তাজউদ্দিন আহমদ উল্লেখ করেন যে, এস.ডি.আর.-এর দাবিতে উন্নয়নশীল দেশগুলাে সােচ্চার হয়ে উঠেছে। তবে এর বাস্তবায়ন সময়সাপেক্ষ বলে তিনি অভিমত প্রকাশ করেন। জনাব তাজউদ্দিন আহমদ আরাে জানান যে, ধনিক দেশগুলাের মধ্যে একমাত্র কানাডা উন্নয়নকামী দেশগুলাের দাবির প্রতি সমর্থন দিয়েছে। অর্থমন্ত্রী লন্ডনে পাট ব্যবসায়ীদের সাথে তার আলােচনা প্রসঙ্গে বলেন, বিশ্বের বাজারে কৃত্রিম আঁশের তুলনায় বাংলাদেশের কাঁচা পাটের ভবিষ্যৎ উজ্জ্বল। তিনি বলেন, কৃত্রিম আঁশের দাম দিন দিনই বাড়ছে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি