You dont have javascript enabled! Please enable it! 1973.09.27 | দৈনিক ইত্তেফাক-নাইরােবী সম্মেলনে তাজউদ্দিন; অধিক পরিমাণ সাহায্য দিন ও নাইরােবী, ২৬ সেপ্টেম্বর - সংগ্রামের নোটবুক

সেপ্টেম্বর ২৭, ১৯৭৩ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক

নাইরােবী সম্মেলনে তাজউদ্দিন; অধিক পরিমাণ সাহায্য দিন ও নাইরােবী, ২৬ সেপ্টেম্বর। বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ধনী দেশসমূহ হইতে “সত্যিকার সম্পদ” আরও অধিক পরিমাণে গরীব দেশসমূহে সরবরাহের জন্য জোর আবেদন জানান। আন্তর্জাতিক অর্থ তহবিল ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে জনাব তাজউদ্দিন আহমদ উন্নয়ন খাতে সহজ শর্তে অর্থ সরবরাহ করা হইবে বলিয়া আশা প্রকাশ করেন। দরিদ্র দেশসমূহের উন্নয়নের ব্যাপারে উদ্বেগ প্রকাশের জন্য তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মি. রবার্ট ম্যাকনামারাকে অভিনন্দন জানান। জনাব তাজউদ্দিন হুশিয়ার করিয়া দেন যে, উন্নয়নশীল দেশসমূহে যথেষ্ট পরিমাণে সম্পদ সরবরাহে ব্যর্থতা বিশ্ব সম্প্রদায়ের জন্য নৈতিক সংকট সৃষ্টি করিবে। তিনি বলেন, ধনী ও দরিদ্র দেশসমূহের মধ্যে বিভেদ দূর করার জন্য দূরদৃষ্টি এবং অভিজ্ঞান আবশ্যক। পল্লী উন্নয়নের ওপর মি. ম্যাকনামারার গুরুত্ব আরােপও তিনি সমর্থন করেন। বিশ্ব বাজারে দরিদ্র দেশসমূহের পণ্য বিক্রয়ের সুযােগ দানের জন্যও তিনি আহ্বান জানান। গত রবিবার ২০ জাতি কমিটিতে এক ভাষণে জনাব তাজউদ্দিন আহমদ মতানৈক্য নিরসনে ব্যর্থতার দরুন হতাশা প্রকাশ করেন এবং জনবহুল ও দরিদ্র দেশসমূহকে অধিক পরিমাণ সাহায্য দানের আবেদন জানান। বাসস।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি