You dont have javascript enabled! Please enable it! 1973.08.28 | দৈনিক বাংলা-পাট শিল্প ধ্বংসের জন্য ষড়যন্ত্র চলছে - সংগ্রামের নোটবুক

আগস্ট ২৮, ১৯৭৩ মঙ্গলবার ঃ দৈনিক বাংলা

পাট শিল্প ধ্বংসের জন্য ষড়যন্ত্র চলছে : নারায়ণগঞ্জ, ২৭ আগস্ট (বাসস)। অর্থ  ও পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রবর্তনই সরকারের বর্তমান পাট নীতির লক্ষ্য। মন্ত্রী আজ বিকেলে ইকরামপুরে ইস্পাহানী পাট ক্রয় কেন্দ্র প্রাঙ্গণে পাটের লাকী পারচেজ উপলক্ষে এক সভায় ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী বলেন যে, দেশের অর্থনীতি পাটের ওপর নির্ভরশীল হওয়ায় সরকার যে কোন মূল্যে পাট শিল্প উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারের পাটনীতির বিরুদ্ধে এক শ্রেণীর সমালােচকের অভিযােগ খন্ডন করে তিনি বলেন যে, এই সমালােচনা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। একটি সংবাদপত্রে সম্প্রতি জুট ইন্টারন্যাশনাল সম্পর্কে প্রকাশিত এক প্রবন্ধের উল্লেখ করে মন্ত্রী বলেন যে, জুট ইন্টারন্যাশনালের সদর দফতরই কেবল নয়াদিল্লীতে স্থাপনের সিদ্ধান্ত করা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পাট গবেষণা কেন্দ্র ঢাকায় প্রতিষ্ঠা করা হবে। জুট ইন্টারন্যাশনালের মােট মূলধনের অর্ধেক গবেষণা কেন্দ্রে খরচ করা হবে। মন্ত্রী বলেন যে, দেশের পাটশিল্প ধ্বংসের জন্য দেশী দালালদের সহযােগিতায় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা প্রচেষ্টা চালাচ্ছে। তিনি এদের শ্রুতিমধুর কথায় বিভ্রান্ত হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, দেশের পাট ব্যবসায়ের ক্ষেত্রে অর্থ কোন সমস্যা নয়। চলতি ব্যবসায়ের জন্য ২শ ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি মিল ফ্যাক্টরিতে উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি