৩০ অক্টোবর ১৯৭১ঃ ভারতীয় ৮৩ ব্রিগেডের চৌদ্দগ্রামের পশ্চাতে অবস্থান।
ব্রিগেডিয়ার বিএস সান্ধুর ৮৩ ব্রিগেড বিলোনিয়ার পশ্চিমে চৌদ্দগ্রামের পূর্বে অবস্থান নিয়েছে । এই ব্রিগেডে আছে ১ কোম্পানী কম ৩ ডগরা, ২ কোম্পানী বাদে ২ রাজপুত, ৮ বিহার, ৩১ জাঠ ব্যাটেলিয়ন। ব্রিগেড কমান্ডার ১ নং সেক্টর কম্যান্ডার মেজর রফিকের সাথে বৈঠক করেছেন। পাক বাহিনী ভারতীয় বিলোনিয়া শহরে হাল্কা আগ্নেয়াস্রর গুলি বর্ষণ করেছে। পাক বাহিনী ভারতীয় এলাকায় উড্ডীয়মান একটি পর্যবেক্ষণ হেলিকপ্টারে গুলি করেছে গুলীতে হেলিকপ্টারের সামান্য ক্ষতি হয়েছে এটি পরে নিরাপদে অবতরন করে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ও বাংলাদেশ বিষয়ক মন্ত্রীসভা সাব কমিটির সদস্য সিদ্ধার্থ শঙ্কর রায় আগরতলা সফর করেন। আগরতলায় পাক বাহিনীর গোলাবর্ষণ জনিত পরিস্থিতি দেখতে তিনি এখানে আসেন। মন্ত্রী আগরতলার বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে যান। পরে রাজনিবাসে তিনি পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে সীমান্ত পরিস্থিতি ও শরণার্থী নিয়ে আলোচনা হয়।