You dont have javascript enabled! Please enable it! 1973.08.11 | দৈনিক পূর্বদেশ-উন্নয়ন প্রকল্পে প্রয়ােজনীয় বিদেশী সাহায্য পাওয়া যাবে - সংগ্রামের নোটবুক

আগস্ট ১১, ১৯৭৩ শনিবার ও দৈনিক পূর্বদেশ

উন্নয়ন প্রকল্পে প্রয়ােজনীয় বিদেশী সাহায্য পাওয়া যাবে ? স্টাফ রিপাের্টার অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল শুক্রবার ওয়াশিংটনে আন্তর্জাতিক অর্থ তহবিলের ২০ জাতি বৈঠকে যােগদান শেষে ঢাকা ফিরে এসেছেন। বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনার জন্য প্রয়ােজনীয় বিদেশী সাহায্য পাওয়া যাবে। টাকার জন্য কোন প্রকল্প বা কর্মসূচি আটকে থাকবে না। প্রয়ােজন শুধু উদ্যোগের। তবে তিনি বলেন, এর সাথে এই বৈঠকের কোন সম্পর্ক নেই। তিনি বলেন, ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট মি. ম্যাকনামারা, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মি. রজার্স ও অন্যান্যদের সাথে তার বিস্তারিত আলােচনা হয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই বৈদেশিক সাহায্য দেওয়া হয়। তিনি আরাে বলেন যে, বিশ্বব্যাংক এই অঞ্চলের পানি সমস্যা সমাধানে সাহায্য দেবে এবং তিনি আশা প্রকাশ করেন যে, দেশের বন্যা নিয়ন্ত্রণে বিশ্ব ব্যাংকের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। জনাব তাজউদ্দিন আহমদ লন্ডনে বাংলাদেশের পাট সম্পর্কে আলােচনা করেছেন বলে জানান।

তিনি বলেন, কমনওয়েলথভূক্ত দেশগুলাে বাংলাদেশের পাট কিনতে, এমনকি অধিক মূল্য দিয়েও কিনতে অত্যন্ত আগ্রহী। কিন্তু তারা সময়মত সরবরাহ চান। প্রশ্ন হচ্ছে চাহিদা অনুযায়ী সময়মত পণ্য সরবরাহ করা। সময়মত’ এ কথার ওপর পাট বিষয়ক মন্ত্রী বিশেষ গুরুত্ব আরােপ করেন। তবে তিনি এও বলেন যে, বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্যের মান আরাে উন্নত করা না হলে ভারতীয় পাট ও পাটজাত দ্রব্যের সাথে বিশ্ব বাজারে প্রতিযােগিতায় টিকে থাকা যাবে না। জনাব তাজউদ্দিন আহমদ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন যে, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে তিনি দেশের খাদ্য সমস্যা নিয়ে আলােচনা করেছেন। এ ব্যাপারে তিনি আশ্বাসও পেয়েছেন। তিনি বলেন, খাদ্যে উদ্বৃত্ত দেশের কাছ থেকে আরও তিন লাখ টন খাদ্য শস্য পাওয়া যাবে। তিনি এই সাহায্যকারী দেশের নাম বলেননি। তবে কথা প্রসঙ্গে তিনি কানাডার নাম উল্লেখ করেছেন। জনাব তাজউদ্দিন অর্থ তহবিলের এই বৈঠককে সফল হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন যে, বৈঠকের সুপারিশগুলাে নিয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি হচ্ছে এবং তা আগামী ২৪ সেপ্টেম্বর নাইরােবীতে অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে পেশ করা হবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি