আগস্ট ১৬, ১৯৭৩ বৃহস্পতিবার ও দৈনিক পূর্বদেশ
সমাজ বিরােধীদের নাম ঠিকানা দিন ঃ কাপাসিয়া, ১৫ আগস্ট (বাসস)। অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আইন প্রয়ােগকারী কর্তৃপক্ষের কাছে সমাজ বিরােধীদের নাম ঠিকানা দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মন্ত্রী আবেদন জানিয়ে বলেন, আপনারা গােপনে আমাদের কাছে তাদের নাম-ঠিকানা দিন। তিনি বলেন, গ্রামের লােকেরা সঠিকভাবে এসব সমাজ বিরােধীকে জানেন। কাপাসিয়া থানা সমিতি কর্তৃক প্রথম গ্রাম প্রতিরক্ষা দল গঠন উপলক্ষে আয়ােজিত এক সভায় মন্ত্রী বলেন, প্রত্যেক পাড়ার প্রতিনিধিদের সমন্বয়ে প্রতি গ্রাম অথবা ইউনিয়নে প্রতিরক্ষা দল গঠন করতে হবে। জনাব তাজউদ্দিন বলেন যে, সমাজ বিরােধীরা লুট, ডাকাতি ও খুন করে গ্রামে আতঙ্ক সৃষ্টি করে চলেছে। গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের খুঁজে বের করে গ্রামে শান্তি আনার ব্যাপারে স্থানীয় আইন প্রয়ােগকারী কর্তৃপক্ষকে সক্রিয় সহযােগিতা করতে পারে।
তিনি থানার অন্যান্য গ্রামে অনুরূপ প্রতিরক্ষা দল গঠন করার আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন যে, সমাজ বিরােধী কাজের জন্য যাদের ধরা হবে তাদের প্রতি কোন। প্রকার সহানুভূতি দেখান হবে না। তিন আশ্বাস দিয়ে বলেন যে, কঠোর হস্তে সমাজ বিরােধীদের দমন করা হবে। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমস্যাকে প্রকৃত সমস্যার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। ভারত থেকে কাপড় আমদানি প্রসঙ্গে কোন কোন রাজনৈতিক নেতার সমালােচনার জবাবে তাজউদ্দিন বলেন, ভারত ছাড়া অন্য কোন দেশ লুঙ্গি শাড়ি তৈরি করে না। কাজেই দেশের শাড়ি এবং লুঙ্গির চাহিদা পূরণের জন্য অন্য কোন বিকল্প সরকারের জানা নেই।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি