You dont have javascript enabled! Please enable it! 1973.07.29 | দৈনিক ইত্তেফাক-বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় সম্মেলন ১৯৭৩; অর্থমন্ত্রীর বাণী - সংগ্রামের নোটবুক

জুলাই ২৯, ১৯৭৩ রবিবার ঃ দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় সম্মেলন ১৯৭৩; অর্থমন্ত্রীর বাণী ঃ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় সম্মেলন উপলক্ষে একটি ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ আনন্দ দিয়েছে। কারণ সমাজ জীবনের বর্তমান পর্যায় স্বাধীন বাংলাদেশে সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচির আওতাভূক্ত থানা কেন্দ্রীয় সমবায় সমিতিসমূহের প্রতিনিধিদের জাতীয় সম্মেলন আজ বিশেষ তাৎপর্যপূর্ণ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতিকে পুনর্গঠিত করে তােলাই আজকের অর্থনৈতিক পরিকল্পনার মূল কথা। তাই সরকার পরিকল্পিত অর্থনীতিতে পল্লী উন্নয়নের ওপর সর্বাধিক গুরুত্ব আরােপ করা হয়েছে। দেশব্যাপী কৃষিভিত্তিক। সমবায় আন্দোলন গড়ে তুলে দেশ ও জাতির পুনর্গঠনের মহান কর্মসূচিকে বাস্তবায়িত করে তােলার জন্য যারা আজ অগ্রণী হয়েছেন তাদেরকে জানাই আমি। অকুণ্ঠ অভিনন্দন। দেশ গড়ার সংগ্রামের প্রতি পদক্ষেপে জনগণের সমবায়ভিত্তিক সাধনা এ দেশকে সত্যিকার সােনার বাংলায় রূপান্তরিত করে তুলুক আর এদেশের অর্থনীতিকে। সমাজতন্ত্রীকরণের পরিকল্পনাকে শক্তিশালী করুক। আমি এই সম্মেলনের সর্বাঙ্গীন। সাফল্য কামনা করছি। তাজউদ্দিন আহমদ, অর্থ ও পাট মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি