জুলাই ২৮, ১৯৭৩ শনিবার ঃ দৈনিক বাংলা
টাকার মূল্যমান হ্রাসের জন্য আন্তর্জাতিক চাপ নেই : স্টাফ রিপাের্টার। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আই.এম.এফ, এর কমিটি অফ গ্রুপ অফ ২০’র বৈঠকে যােগদানের জন্য গতকাল শুক্রবার নিউইয়র্কের উদ্দেশ ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের টাকার মান আরাে হ্রাস করার ব্যাপারে কোন আন্তর্জাতিক চাপ নেই। দেশের অভ্যন্তরে উৎপাদন ও সুযােগ সুবিধা বৃদ্ধির মাধ্যমেই বাংলাদেশের মুদ্রার শক্তি বৃদ্ধি করা সম্ভব এবং এই ব্যাপারে সরকার ইতােমধ্যেই যথােপযুক্ত ব্যবস্থা নিয়েছেন বলে তিনি জানান। সরবরাহ ও সুযােগ সুবিধা বৃদ্ধির সাথে সাথেই মুদ্রার মূল্যমান বৃদ্ধি পাবে বলে মন্ত্রী দৃঢ় আশা প্রকাশ করেন। এখানে উল্লেখ্য যে, গত মার্চ মাসে আই.এম.এফ. এর বৈঠকে কমিটি অফ গ্রুপ অফ ২০ এর প্রতিনিধি নির্বাচন করা হয়। আসন্ন বৈঠকে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার পর্যালােচনা ও তার উন্নতি সাধনের উপায় সুপারিশ করা হবে। এ প্রসঙ্গে আইএমএফ-এর দু’টো মতামতের ধারা হয়েছে বলে তিনি জানান। তিনি এ দুটো ধারার কোন ব্যাখ্যা দেননি। তবে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের পক্ষ থেকে তিনি অনুন্নত দেশগুলির স্বার্থের প্রতি বিশেষ দৃষ্টি রাখবেন বলে জানান। অপর এক প্রশ্নের জবাবে তিনি তথ্য প্রকাশ করেন যে, বিশেষভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙ্গালিদের পক্ষে দেশে টাকা-পয়সা পাঠানাের সুবিধার্থে ও ব্যবসায়ীদের সাহায্যের উদ্দেশ্যে নিউইয়র্কে বাণিজ্যিক ব্যাংকের একটি শাখা খােলা হবে।
জনাব তাজউদ্দিন অভিমত প্রকাশ করেন যে, স্বর্ণমানের উপযােগিতা এখন আর নেই। তিনি আরও বলেন যে, এমন একটি নুতন মুদ্রা পদ্ধতি উদ্ভাবন করতে হবে যাতে প্রধান প্রধান মুদ্রাসমূহের অবমূল্যায়নের দরুন উন্নয়নগামী জাতিগুলি বেকায়দায় না পড়ে। তিনি তথ্য প্রকাশ করেন যে, কমিটি বৈঠকে যােগদান ছাড়াও তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ও যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের সঙ্গে সাহায্য ও বাণিজ্য সংক্রান্ত আলাপ-আলােচনার সুযােগ গ্রহণ করবেন। তিনি বলেন যে, আমাদের এমন ধরনের সাহায্যের প্রয়ােজন যা দ্বারা আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি