জুলাই ২৩, ১৯৭৩ সােমবার ও দৈনিক বাংলা
সবাইকে সঞ্চয়ী হতে হবে : অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ সঞ্চয় অভিযানকে গ্রামে গ্রামে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেবার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনের জন্যই সবাইকে ব্যক্তিগতভাবেই সঞ্চয়ী হতে হবে। গতকাল রােববার জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করে তিনি বলেন, সঞ্চয় সম্পর্কে যাদের কোন ধারণা নাই তাদের মনে এই সম্পর্কে ধারণা সৃষ্টি করে তাদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করার ওপরই নির্ভর করছে এই সপ্তাহ পালনের সাফল্য। জনাব তাজউদ্দিন বলেন, দেশের বর্তমান অবস্থায় নিজের প্রয়ােজন মিটিয়ে কিছুই আর উদ্বৃত্ত থাকে না। ফলে কারাে পক্ষে সঞ্চয় আর সম্ভব হয়ে ওঠে না। তবুও নিজের প্রয়ােজন সামান্য কমিয়ে এর থেকেও যৎসামান্য সঞ্চয়ের অভ্যেস না করলে কোনদিনই আর সঞ্চয় সম্ভব হয়ে উঠবে না। নিজের ন্যূনতম প্রয়ােজন মিটিয়ে সামান্য কিছু বাচাবারও অভ্যাস যাতে সাধারণ মানুষের মধ্যে গড়ে ওঠে সেই লক্ষ্য নিয়েই এই সঞ্চয় সপ্তাহে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। আর যাদের কিছু উদ্বৃত্ত থাকে তাদের প্রতি তিনি এই উদ্বৃত্তকে আবদ্ধ না রেখে তা এমন কোথাও সঞ্চয়ের অনুরােধ জানান যা থেকে দেশ ও জাতি উপকৃত হবে এবং সে সঞ্চয় জাতীয় তহবিল গঠনের পক্ষে সহায়ক হবে। এই প্রসঙ্গে জনাব তাজউদ্দিন বলেন, নিজের প্রয়ােজন হ্রাস করেও যারা সঞ্চয়ে ব্রতী হবেন, সত্যিকারভাবে তা হবে তাদের পক্ষে একটি বিরাট ত্যাগের শামিল। এই সামান্য সঞ্চয়ে এবং এই ত্যাগ স্বীকারে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পারলেই সঞ্চয় বিভাগের প্রয়ােজনীয়তা ও যৌক্তিকতা সম্পর্কে মানুষের মনে উপলব্ধি আসবে।
ঢাকার একটি অভিজাত হােটেলে সঞ্চয় সপ্তাহের এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছিল। জনাব তাজউদ্দিন আহমদ এ ব্যাপারে একটু সমালােচনামুখর হয়ে ওঠেন। তিনি বলেন, হােটেলের এই বিলাসবহুল কক্ষে গুটিকয়েক শিক্ষিত উঁচুতলার লােকের সামবেশে সঞ্চয় সম্পর্কে বড় বড় কথা বলার কোন অর্থ নাই। এখানে যারা আছেন, তারা সকলেই সচেতন এবং তারা স্বতপ্রবৃত্ত হয়েই সঞ্চয়ে এগিয়ে আসবেন বলে তিনি আশা করেন। অর্থমন্ত্রী বলেন, গ্রামের সাধারণ মানুষ কাদা মাটির মানুষ, তাদেরকে গড়ে নেয়া যায়। ভাল কাজে সহজেই তাদেরকে উদ্বুদ্ধ করা যায়, কিন্তু শহরের শিক্ষিতরা এ তুলনায় অনেক শক্ত। তিনি বলেন, গত ১৯ মাসে এই শহুরে শিক্ষিতরাই বেশি বিড়ম্বনার সৃষ্টি করেছে। একটির পর একটি সমস্যা তারা সৃষ্টি করছে। পক্ষান্তরে গ্রামের সাধারণ মানুষেরা চিন্তা করেছে উৎপাদন বৃদ্ধির।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি