জুলাই ১৯, ১৯৭৩ বৃহস্পতিবার ও দৈনিক পূর্বদেশ
বেতনের নির্ধারিত স্কেল অবশ্যই মানতে হবে : স্টাফ রিপাের্টার। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেছেন যে, জাতীয় স্বার্থে জাতীয় বেতন কমিশন কর্মচারিদের বেতনের যে নতুন স্কেল নির্ধারণ করেছে সকল কর্মচারিকে তা অবশ্যই মানতে হবে। তিনি বলেন, তবে কর্মচারিরা অন্যান্য আনুষাঙ্গিক সুযােগ সুবিধা পাবেন। গতকাল বুধবার জনাব তাজউদ্দিন আহমদ কারিগরি মিলনায়তনে অগ্রণী ব্যাংকের অফিসার সমিতির নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান আমলে বেতনের ২২০৮টি স্কেল ছিল। বেতন কমিশন তা ভেঙ্গে বর্তমানে মাত্র ১০টি করেছেন। এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হতে পারে কিন্তু ত্রিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের রাষ্ট্রীয় লক্ষ্য পরিবর্তন হবে না। ধনতন্ত্রের পথে বাংলাদেশকে আর পেছনে ফিরতে দেয়া হবে ।
বিরােধী দলসমূহকে আমি দেশপ্রেমিক বলেই মনে করি, সে হিসেবে তাদেরকে এ কথা অনুধাবণ করতে হবে। অর্থমন্ত্রী বলেন, পাকিস্তানী আমলের অব্যবস্থা স্বাধীন দেশে চলতে পারে না এবং এখন নতুন করে নবতর ব্যবস্থা চালু করতে হবে। ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে বেতনের স্কেল নির্ধারণ করা হয়েছে। এতে পুরানাে কর্মচারিদের অসুবিধা হতে পারে। তবু জাতীয় স্বার্থে তা মেনে নিতে হবে। তিনি অফিসারদের উদ্দেশ্যে বলেন যে, দেশের সম্পদ অত্যন্ত সীমিত, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও যথেষ্ট বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, কর্মচারিরা বেশি আয় দেখাতে পারলে তারা সুযােগ সুবিধাও বেশি পাবেন। তিনি তাদের আরও বলেন যে, ব্যাংক কর্মচারিদের অবশ্যই বুঝতে হবে নােট ছাপিয়ে সমস্যার সমাধান হয় না, এর জন্য সম্পদের প্রয়ােজন রয়েছে। সত্য এবং বাস্তব পরিস্থিতি অবশ্যই জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি উল্লেখ করেন যে, কোন কোন ব্যাংকের কর্মচারিরা পাঁচটার পর কাজ করতে চাচ্ছেন না। তিনি বলেন, অন্যান্য দেশের মত প্রয়ােজন হলে এমনকি পাঁচটা পর্যন্ত টাকাও জমা নিতে হবে। শিক্ষকদের ধর্মঘট প্রসংগে জনাব তাজউদ্দিন বলেন যে, ছাত্ররা যখন নকল বন্ধ করে, অনিয়ম ত্যাগ করে পড়াশুনায় মন দিয়েছিল তখন শিক্ষকরা ধর্মঘট শুরু করেছেন। তিনি বলেন যে, দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত বেশি। শােষণমুক্ত সমাজ কায়েমের জন্য কাজ করুন ঃ ঢাকা, ১৮ জুলাই, বিপিআই। অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ দেশে একটি শােষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের উদ্দেশ্যে চারটি রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নের জন্য কাজ করে যেতে রােটারিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, দেশ থেকে দারিদ্র্য, ক্ষুধা এবং দুর্দশা দূর করে দেশের পুনর্গঠনের ক্ষেত্রে রােটারিয়ানদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তিনি গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হােটেলে রােটারী ক্লাব কর্তৃক আয়ােজিত অভিষেক অনুষ্ঠানে নৈশ সভায় ভাষণ দিচ্ছিলেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি