You dont have javascript enabled! Please enable it! 1973.05.25 | দৈনিক বাংলা-অরাজকতা সহ্য করা হবে না - সংগ্রামের নোটবুক

মে ২৫, ১৯৭৩ শুক্রবার ও দৈনিক বাংলা

অরাজকতা সহ্য করা হবে না : ঘােড়াশাল (ঢাকা), ২৪ মে, (বাসস)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বিরােধী দলগুলােকে জাতির প্রতি তাদের দায়িত্ব। পালনের স্বার্থে গঠনমূলক সমালােচনা নিয়ে এগিয়ে আসার জন্য আবার আহবান জানান। তিনি বলেন, গণতন্ত্রে বর্তমান সরকারের পরিবর্তে বিকল্প সরকার বিরােধী দলগুলাে থেকেই আসে। জনগণের রায়ের মাধ্যমেই সেই সরকার ক্ষমতায় আসে। তিনি বলেন, ভবিষ্যতে আপনারা যদি জনগণের রায় পান, আপনাদেরকে অবশ্যই সেই দায়িত্ব পালনের পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আসতে হবে।

আজ সকালে এখানে তিনি কালিগঞ্জ থানা ছাত্র লীগের বার্ষিক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। অর্থমন্ত্রী বিরােধী দলীয় নেতৃবৃন্দকে দেশের আসল সমস্যা তুলে ধরা এবং সমস্যা সমাধানের ব্যাপারে সুপরামর্শ নিয়ে আসার আহ্বান জানান। জনাব তাজউদ্দিন আহমদ ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, হুমকি না দিয়ে আপনি পল্টনে জনসভা করে সমস্যাসমাধানের সুনির্দিষ্ট ও বাস্তব প্রস্তাব দিন। তিনি জ্বালাও’ স্লোগানের তীব্র নিন্দা করেন এবং এ সম্পর্কে জনগণকে সদা-সর্তক থাকার আহ্বান জানান। বিরােধী দলগুলাের প্রতি আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কোন রকমের সুনির্দিষ্ট কর্মসূচি থাকলে তা নিয়ে আপনারা এগিয়ে আসুন। তবে তিনি সতর্ক করে দেন যে, অরাজকতা ও বিশৃংখলা সহ্য করা হবে না। তিনি বলেন, গণতন্ত্রের বিধি নিয়ম অনুসারে তাদের দল চালানাের অধিকার রয়েছে এবং তারা বিভিন্ন প্রশ্নে স্বীয় মত ব্যক্ত করে পারেন। তাই বলে দেশের সার্বভৌমত্ব। | “ষ্ট্রের চারটি মৌলনীতির বিরুদ্ধে কথাবার্তা বলার কোন অধিকার তাদের নেই।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি