মে ২২, ১৯৭৩ মঙ্গলবার ঃ দৈনিক পূর্বদেশ
সমস্যা জটিল না করে প্রস্তাব নিয়ে আসুন ঃ কাপাসিয়া, ২১ মে (বাসস)। দেশের সমস্যাবলীকে আরাে জটিল না করে সেগুলাে সমাধানের প্রশ্নে গঠনমূলক প্রস্তাব নিয়ে এগিয়ে আসার জন্য অর্থ এবং পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বিরােধী দলগুলাের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমস্যা সমাধানের প্রশ্নে তাদের ভাল প্রস্তাব থাকলে তা সরকারকে জানানাে উচিত। কিভাবে সমস্যাবলী আরও জোরালাে হয় তা বর্ণনা দিয়ে অর্থমন্ত্রী বলেন, ঘন ঘন ধর্মঘটের ফলে সুষ্ঠু যােগাযােগ ব্যবস্থা বিঘ্নিত হয় এবং সেই জন্য দ্রব্য সামগ্রী আনা নেয়ায় প্রতিবন্ধকতার দরুন অভাব বৃদ্ধি পায়। আজ কাপাসিয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০০তম শাখা উদ্বোধন উপলক্ষে এক জনসভায় অর্থমন্ত্রী উপরােক্ত কথা বলেন। অনশনরত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর তিন-দফা দাবির প্রশ্নে জনাব তাজউদ্দিন বলেন যে, বৃদ্ধ নেতার প্রতি ব্যক্তিগতভাবে তার গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি যে দাবি উত্থাপন করেছেন সরকার সে সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। এগুলাে সমাধানের সর্বাত্মক চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি