You dont have javascript enabled! Please enable it! 1973.05.07 | দৈনিক পূর্বদেশ-দুর্নীতিপরায়ণ নেতৃত্ব থেকে দূরে থাকুন - সংগ্রামের নোটবুক

মে ৭, ১৯৭৩ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ

দুর্নীতিপরায়ণ নেতৃত্ব থেকে দূরে থাকুন ও স্টাফ রিপাের্টার। অর্থ ও পাটমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেছেন, প্রকৃত আইনের শাসনের মাধ্যমেই সমাজবিরােধী, কালােবাজারি ও দুর্নীতিবাজদের উত্থাত করা সম্ভব। তিনি বলেন, একদল স্বার্থান্বেষী শ্রমিক নেতারা নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য শ্রমিক শ্রেণীদের সমাজবিরােধী কাজে নামানাের জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র করছে। জনগণ ও রাষ্ট্রের স্বার্থে দুর্নীতিপরায়ণ নেতৃত্বের কাছ থেকে দূরে সরে থাকার জন্য তিনি শ্রমিক ও কৃষক সমাজের প্রতি আহ্বান জানান। গতকাল রবিবার সন্ধ্যায় কাপাসিয়া থানা সমিতি আয়ােজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন।

জনাব তাজউদ্দিন আহমদ জনসাধারণের প্রতি আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি আওয়ামী লীগের কোন সদস্যও দুর্নীতির আশ্রয় গ্রহণ করেন তাকেও আইনের শাসনে বিচার করা হবে। জনাব তাজউদ্দিন বলেন, সারাদেশে যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তাদেরকে অবশ্যই কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, দোষীকে শাস্তি দানের অন্য কোন কর্মপন্থা সম্পর্কে কারাে কোন বক্তব্য থাকলে তারা তা সরকারের কাছে পেশ করতে পারেন। অর্থমন্ত্রী বলেন, জনতার রায়কে সম্মান দিতে হবে। কর্মচারিদের ব্যর্থতার দায়দায়িত্ব মন্ত্রীকেই নিতে হবে। সংসদীয় গণতন্ত্রের রীতি হল মন্ত্রী পদত্যাগ করে থাকেন। কারাে বিরুদ্ধে অপরাধের অভিযােগ থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তিনি শ্রমিকদের প্রতি অনর্থক রাস্তায় রাস্তায় প্যারেড না করে সব শক্তি উৎপাদন বৃদ্ধিতে নিয়ােজিত করার আহ্বান জানান। তিনি বলেন, সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। উৎপাদন বন্ধ রেখে সমাজতন্ত্র আনা যায় না। তিনি বলেন, জনসংখ্যার মাত্র শতকরা একভাগ হলেও দেশের সাড়ে সাত কোটি মানুষের ভাগ্য বহুল পরিমাণে শ্রমিকদের উপরেই নির্ভরশীল। মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ প্রাণ আত্মাহুতি দিয়েছেন। এ দেশের স্বাধীনতা রক্ষার্থে এবং সার্বিক উন্নতির জন্য প্রয়ােজন হলে আমরাও রক্ত দিতে প্রস্তুত আছি।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি