You dont have javascript enabled! Please enable it! 1973.05.05 | দৈনিক পূর্বদেশ-যে দলেরই লােক হােক না কেন দুর্নীতিবাজদের রেহাই নেই - সংগ্রামের নোটবুক

মে ৫, ১৯৭৩ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ

যে দলেরই লােক হােক না কেন দুর্নীতিবাজদের রেহাই নেই ঃ কুমিল্লা, ৪ মে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ সবরকম দুর্নীতি নির্মূল করার উদ্দেশ্যে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান। এ সম্পর্কে তিনি বলেন যে, দুনীতিপরায়ণ কোন নেতা এবং কর্মীকে রেহাই দেয়া হবে না। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠিন বলে তিনি জানান। এখান থেকে ২০ মাইল দক্ষিণে বাংলাদেশ কৃষি ব্যাংকের ৯৬তম শাখা উদ্বোধনকালে এক বিরাট সভায় ভাষণ দানকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ খাদ্যশস্যের বিরাট অভাব পূরণকল্পে কৃষি ঋণ ও উৎপাদনের আধুনিক পদ্ধতির সর্বাধিক সদ্ব্যবহারের জন্য দেশের কৃষকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, সমাজতন্ত্রে উত্তরণে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হচ্ছে পূর্বশর্ত।

অর্থমন্ত্রী জনগণকে কতিপয় স্বার্থানেষী মহলের বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে সতর্ক করে দেন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্যে সবুজ বিপ্লবকে সাফল্যমন্ডিত করে তুলতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, খাদ্য ঘাটতির ব্যাপারটা নতুন কিছু নয়। দ্বিতীয় মহাযুদ্ধের আগেও রেঙ্গুন থেকে খাদ্য শস্য আমদানি করা হত। পাকিস্তানী আমলে প্রতি বছর খাদ্য ঘাটতির পরিমাণ ছিল ২০ লাখ টন। তিনি বলেন, বিদেশ থেকে আমদানি করা খাদ্য শস্যের উপর নির্ভর করে আমরা দীর্ঘদিন বসে থাকতে পারি না। দেশেই খাদ্য শস্যের উৎপাদন বাড়াতে হবে। ভবিষ্যতে খাদ্যের প্রয়ােজনীয়তা পূরণের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে খাদ্য উৎপাদন করা এবং সেই উদ্দেশ্যে জনগণকে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার শুধু আমদানি করে এই ঘাটতি পূরণ করতে পারবে না।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি