মার্চ ২৩, ১৯৭৩ শুক্রবার ঃ দৈনিক বাংলা
পাট সংস্থা কর্মচারিদের প্রতি তাজউদ্দিন; পাট চাষিদের স্বার্থরক্ষায় নিষ্ঠার সাথে কাজ করুন ঃ পাট ও অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন পাট ও পাট চাষিদের স্বার্থ রক্ষাকল্পে নিষ্ঠা সহকারে কাজ করার জন্য পদস্থ কর্মচারিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পাটই হল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের বৈদেশিক মুদ্রার প্রায় ৭০ ভাগই আসে পাট ও পাটজাত দ্রব্য থেকে। গতকাল বৃহস্পতিবার বিপিআই পরিবেশিত এ খবরে বলা হয়, তিনি জুট বাের্ডের সম্মেলন কক্ষে জুট বাের্ড, পাট রফতানি কর্পোরেশন, পাটের মূল্য নির্ধারণী কর্পোরেশন, জুট ট্রেডিং কর্পোরেশন ও পাট বাজারজাতকরণ কপোরেশনের পদস্থ কর্মচারিদের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি জোর দিয়ে বলেন যে, নানা প্রকার অসুবিধা থাকা সত্ত্বেও সরকার সমাজতন্ত্রের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর এবং এ বিষয়ে কারােরই কোন সন্দেহ থাকা উচিত নয়। সাধারণ মানুষের জীবনযাত্রার মানােন্নয়নে পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়ন চাষিদের বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করে তিনি দেশের দুর্গম অঞ্চলেও জেটিসি, জেএমসি, ও জেপিএসসির ক্রয় কেন্দ্র এবং গুদাম নির্মাণের জন্য কর্মকর্তাকর্মচারিদের প্রতি আহ্বান জানান। বাসস পরিবেশিত অপর এক খবরে বলা হয় যে, জনাব তাজউদ্দিন আহমদ আন্তর্জাতিক বাজারে সুনাম বজায় রাখার উদ্দেশ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিশ্রুতি রক্ষা ও শ্রেণীকরণের মান ঠিক রাখার আহ্বান জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি