You dont have javascript enabled! Please enable it! 1973.03.19 | দৈনিক পূর্বদেশ-এপ্রিলের শেষে পাঁচসালা পরিকল্পনার রূপরেখা - সংগ্রামের নোটবুক

মার্চ ১৯, ১৯৭৩ সােমবার ও দৈনিক পূর্বদেশ

এপ্রিলের শেষে পাঁচসালা পরিকল্পনার রূপরেখা ঃ ঢাকা ১৮, মার্চ (বিপিআই)। অর্থ ও পাট দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ বলেন যে, এপ্রিলের শেষ সপ্তাহে কিংবা মে মাসের প্রথম দিকে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপরেখা। ঘােষণা করা হবে। নব-নির্বাচিত সদস্যদের সম্মানে কালীগঞ্জ সমাজকল্যাণ সমিতি আয়ােজিত এক সংবর্ধনায় আজ ইসলামিক একাডেমীতে প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন এই তথ্য প্রকাশ করেন। জনাব তাজউদ্দিন বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, তা না হলে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা যাবে না এবং দেশের উন্নতি হবে না। অর্থমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নতির জন্য প্রয়ােজন নির্ভুল অর্থনৈতিক পরিকল্পনার। তিনি বলেন, জনগণকে একটি নয়া আদর্শ বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে এবং পরিকল্পিত উপায়ে এগিয়ে যেতে হবে। জনাব তাজউদ্দিন দেশকে গড়ে তােলার জন্য জনগণকে নতুন মানসিকতায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নতুন মানসিকতা ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তিনি বলেন, নিজেদের কর্তব্য নিজেরা পালন করলেই জাতীয় কর্তব্য করা হবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি