ফেব্রুয়ারি ২৬, ১৯৭৩ সােমবার ঃ দৈনিক বাংলা
ডেমরায় তাজউদ্দিন; বঙ্গবন্ধুর নেতৃত্বে সােনার বাংলা গড়া সম্ভব। ডেমরা, ২৫ ফেব্রুয়ারি (বাসস)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন, ফাঁকা স্লোগান দিয়ে সুখী-সমৃদ্ধশালী সােনার বাংলা গড়া যাবে না। একমাত্র প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গতিশীল নেতৃত্বে একটি সঠিক ও সুষ্ঠু পরিকল্পনা এবং জনগণের কঠোর পরিশ্রমের মাধ্যমেই এটা সম্ভব। আজ এখানে এক বিরাট জনসমাবেশে বক্তৃতাকালে জনাব তাজউদ্দিন আহমদ কৃষক ও শ্রমিক সমাজকে তাদের খেতখামার ও কল-কারখানায় কঠোর পরিশ্রমের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে তােলার আহ্বান জানান। তিনি বলেন, দেশের দুঃখী মানুষের কাছে বহু কষ্টার্জিত স্বাধীনতার সুফল পৌছে দিতে হলে স্বনির্ভর অর্থনীতি আমাদের গড়ে তুলতেই হবে। তিনি বলেন, দেশের লক্ষ লক্ষ দুঃখী মানুষের অন্ন-বস্ত্রের সংস্থান করতে না পারলে, দেশের বৃহত্তর জনগােষ্ঠীর মুখে হাসি ফোটাতে না পারলে, স্বাধীনতা ও স্বাধীনতার জন্যে আমাদের জনগণের অপরিসীম ত্যাগ অর্থহীন হয়ে যাবে। মাউতাইল ইউনিয়ন আওয়ামী লীগের এই জনসভায় তাজউদ্দিন আহমদ শিল্পে শান্তি ও শ্রমিক সমাজের মধ্যে শৃংখলা অটুট রাখার এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের সােনার বাংলা গড়ার স্বপ্নকে সফল করে তােলার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি