You dont have javascript enabled! Please enable it! 1973.02.24 | দৈনিক বাংলা-তরুণদের প্রতি তাজউদ্দিন; সমাজতান্ত্রিক সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে - সংগ্রামের নোটবুক

ফেব্রুয়ারি ২৪, ১৯৭৩ শনিবার ও দৈনিক বাংলা

তরুণদের প্রতি তাজউদ্দিন; সমাজতান্ত্রিক সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ঃ বাংলাদেশে শােষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ গঠনের বিরাট দায়িত্ব গ্রহণের জন্য অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ দেশের তরুণ সমাজকে জ্ঞান আহরণের আহ্বান জানান। গতকাল শুক্রবার মন্ত্রী দৈনিক আজাদ প্রাঙ্গণে শহীদ দিবস উপলক্ষে শিশু সংগঠন মুকুল মহফিলের এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী বলেন, সমাজকে রূপান্তরিত করার দায়িত্ব বহনের জন্য আদর্শবাদের দীক্ষায় দীক্ষিত হতে হবে। এ প্রসঙ্গে তিনি প্রয়ােজনের সাথে সমতা বিধান করে ও সমাজতান্ত্রিক চাহিদা পূরণের জন্য বর্তমান শিক্ষা পদ্ধতির মৌলিক পরিবর্তন সাধনের প্রয়ােজনীয়তার ওপরও বিশেষ গুরুত্ব আরােপ করেন। জনগণকে তাদের ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করার সবরকম ষড়যন্ত্রের বিরুদ্ধেও জনাব তাজউদ্দিন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পাকিস্তানী অত্যাচার ও কুশাসনের বিরুদ্ধে বাংলাদেশর জনগণ তাদের দু’ দশকব্যাপী বিরামহীন সংগ্রামের মাধ্যমে প্রমাণ করেছে যে, স্বৈরাচারী শাসন তা যে কোন মহল থেকেই আসুক না কেন, তাদের বিভ্রান্ত করা বা তাদের কাছে নতি। স্বীকার করানাে যাবে না।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি