ফেব্রুয়ারি ২৪, ১৯৭৩ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ
বর্তমান বিপ্লব ভাগ্য পরিবর্তনের বিপ্লব ঃ পুবাইল থেকে বাসস জানাচ্ছে, অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন গতকাল এখানে বলেন, বর্তমানে বাংলাদেশের জনগণের বিপ্লব হল ভাগ্য পরিবর্তনের এবং অর্থনৈতিক অবস্থার উন্নতির বিপ্লব। স্থানীয় বিদ্যালয় ময়দানে গতকাল এক বিরাট জনসভায় ভাষণ দানকালে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিপ্লবে জনগণের নেতৃত্ব দেবার একমাত্র যােগ্য ব্যক্তি। অন্য কেউ এই বিপ্লবের নেতৃত্ব দিতে সক্ষম নয় বলে তিনি ঘােষণা করেন। মন্ত্রী জনগণকে বলেন, কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের সংগ্রাম জনগণকেই করতে হবে। তিনি বলেন, বর্তমান সময়ে জাতির প্রধান কর্তব্য হল দেশকে দারিদ্রের হাত থেকে মুক্ত করার জন্য কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং দেশকে খাদ্য ও অন্যান্য প্রায়ােজনীয় বিষয়ে স্বয়ংসম্পূর্ণ করে তােলা। বেকারদের কর্মসংস্থানের জন্য শিল্প প্রতিষ্ঠান গড়ে তােলার প্রয়ােজনীয়তার উপরও তিনি জোর দেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি