ফেব্রুয়ারি ৯, ১৯৭৩ শুক্রবার ঃ দৈনিক পূর্বদেশ
অর্থমন্ত্রীর দফতরে সিডা প্রতিনিধি দল ঢাকা ৮ ফেব্রুয়ারি (এনা), অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ দেশের প্রথম পাঁচসালা পরিকল্পনায় অর্থ যােগানাের উদ্দেশ্যে দেশের সকল অর্থকরী সম্পদকে কাজে লাগানাের সরকারী পরিকল্পনার রূপরেখা বর্ণনা করেন। যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে সরেজমিনে তদন্তের উদ্দেশ্য বাংলাদেশ সফররত সুইডেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (সিডা) ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে তার সাথে সাক্ষাত করলে তিনি এ কথা বলেন। যুদ্ধোত্তর বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা পর্যালােচনা করে অর্থমন্ত্রী পরিকল্পনাটির সফল বাস্তবায়নের জন্য প্রয়ােজনীয় প্রশাসনিক এবং সাংগঠনিক ব্যবস্থাদির পূর্ণচিত্র তুলে ধরেন। অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন সমস্যার উল্লেখ করেন এবং সে সব প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার ব্যবস্থা সম্পর্কে আলােচনা করেন। জনাব তাজউদ্দিন শিল্পক্ষেত্রে দ্রুত উন্নয়ন সাধন এবং অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে বর্তমান সরকারের নয়া শ্রম নীতি সম্পর্কেও প্রতিনিধি দলকে অবহিত করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি