২৯ অক্টোবর ১৯৭১ঃ ভারত সংবাদ
ব্রিটেনে ইন্দিরা গান্ধী
ইন্দিরা গান্ধীর মাসব্যাপী ইউরোপ সফরের অংশ হিসাবে ৫ দিনের সফরে তিনি লন্ডন পৌঁছেন। বিমান বন্দরে তাকে স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার এলেক ডগলাস হিউম। তিনি এ দিন চাথাম হাউজে বক্তৃতা দেন।
ত্রিপুরা
আগরতলার উত্তরাংশে পাক বাহিনী মাঝ রাত থেকে অনবরত গোলাবর্ষণ করেছে।
ধলই ফ্রন্টে পাকবাহিনী সীমান্ত শহর কামালপুরে ব্যাপক গোলাবর্ষণ করেছে।
দিল্লী
পররাষ্ট্র বিষয়ক পরিকল্পনা কমিটি চেয়ারম্যান ডিপি ধর দিল্লী ত্যাগের প্রাক্কালে জানিয়েছেন ইয়াহিয়া খান নিশ্চিত করেছেন শেখ মুজিব জীবিত আছেন।