You dont have javascript enabled! Please enable it! 1973.01.14 | দৈনিক ইত্তেফাক-রাজনীতিতে সহিষ্ণুতার নীতিমালা সমুন্নত রাখুন - সংগ্রামের নোটবুক

জানুয়ারি ১৪, ১৯৭৩ রবিবার ঃ দৈনিক ইত্তেফাক

রাজনীতিতে সহিষ্ণুতার নীতিমালা সমুন্নত রাখুন ঃ রাজাপুর (বরিশাল), ১৩ জানুয়ারি । অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ রাজনীতিতে সহনশীলতার নীতিমালা সমুন্নত রাখার এবং আসন্ন সাধারণ নির্বাচনে জনগণ কি রায় দেয়, সেই দিকে লক্ষ্য রাখার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি উপদেশ দিয়াছেন। আজ অপরাহ্নে এখানে এক জনসভায় ভাষণ দানকালে তিনি বলেন যে, রাজনৈতিক কলহে কোন কাজ হইবে না, যাহারা দেশের স্বার্থের পরিপন্থী কার্যকলাপে লিপ্ত, জনগণ তাহাদের ক্ষমা করিবে না। জনাব তাজউদ্দিন বলেন যে, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নাই। বঙ্গবন্ধু কোন বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের পিতা নন, তিনি সমগ্র জাতির পিতা।

এই দেশে সকলের সমান অধিকার ও দায়িত্ব রহিয়াছে যে সব সমাজবিরােধী ব্যক্তিরা মাথা তােলার চেষ্টা করিতেছে, তাহাদের হুশিয়ার করিয়া দিয়া তিনি বলেন যে, সরকার এই সব লােকের কার্যকলাপ সম্পর্কে সজাগ রহিয়াছেন। তিনি বলেন, সরকারী যন্ত্র ও জনগণকে সহযােগিতার ভিত্তিতে কাজ করিতে হইবে। এই সহযােগিতা দেশের অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করিবে। মুক্তিযুদ্ধে ছাত্র সম্প্রদায়ের শৌর্য বীর্যের প্রশংসা করিয়া অর্থমন্ত্রী বলেন যে, কিছুসংখ্যক যুবক বিপথে গেলেও তাহাদের উপর আমি আস্থা হারাই নাই। তিনি যুবসমাজকে নেতৃত্ব দখলের চক্রান্তে উর্ধে থাকার আহ্বান জানান। পূর্বাহ্নে রাজাপুরে তিনি পূবালী ব্যাংকের ১১৪তম শাখার উদ্বোধন করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি