You dont have javascript enabled! Please enable it! 1972.12.31 | দৈনিক ইত্তেফাক-শুধু রাজনৈতিক স্বাধীনতা নহে, আদর্শের জন্য সংগ্রাম করিয়াছি - সংগ্রামের নোটবুক

ডিসেম্বর ৩১, ১৯৭২ রবিবার ঃ দৈনিক ইত্তেফাক

শুধু রাজনৈতিক স্বাধীনতা নহে, আদর্শের জন্য সংগ্রাম করিয়াছি ঃ (ইত্তেফাক রিপাের্ট)। “শুধু রাজনৈতিক স্বাধীনতার জন্য আমরা মুক্তি সংগ্রাম করি নাই, আদর্শের বাস্তবায়নের জন্যই আমরা স্বাধীনতা সংগ্রাম করিয়াছিলাম। আজ রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হইয়াছে, এইবার দেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে সমাজতন্ত্র কায়েম করিতে দৃঢ় প্রতিজ্ঞ”। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ গতকাল (শনিবার) কারিগরি মিলনায়তনে বাংলাদেশ সােভিয়েট মৈত্রী সমিতি ও ঢাকাস্থ সােভিয়েট দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের যৌথ উদ্যোগে আয়ােজিত সােভিয়েট রাষ্ট্র প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির ভাষণে উপরােক্ত মন্তব্য করেন। তিনি সুখী-সমৃদ্ধ সমাজ ব্যবস্থা গড়িয়া তােলার ব্যাপারে সমাজতান্ত্রিক দেশসমূহ হইতে সাহায্য গ্রহণের উপর গুরুত্ব আরােপ করিয়া বলেন।

যে, ধনতান্ত্রিক দেশের সাহায্য লইয়া সমাজতন্ত্র গড়িয়া তােলা অসম্ভব। জনাব তাজউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন যে, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ ও সােভিয়েট ইউনিয়নের বন্ধুত্ব জোরদার হইয়া উঠিবে। অর্থমন্ত্রী দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানাইয়া বলেন যে, অসমাপ্ত কাজ সমাধার জন্য সমাজতান্ত্রিক দেশগুলি সহায়তা করিবে।। সমাজতন্ত্র কায়েমে ধীর গতির জন্য সরকারের বিরােধিতাকারীদের উল্লেখ করিয়া তিনি বলেন যে, যাহারা রাতারাতি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করিতে চান, তাহারা সমাজতন্ত্রের সত্যিকার বন্ধু নহেন, কারণ বিরােধিতা করিতে গিয়া তাহারা সমাজতন্ত্র বিরােধীদেরই সহায়তা করিতেছেন। জনাব তাজউদ্দিন সমাজতন্ত্র বিরােধীদের সাথে আঁতাত না করা এবং সমাজতন্ত্রের স্বার্থে সকল বামপন্থী প্রগতিশীলদের ঐকমত্যে পৌছানাের জন্য আহবান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি