ডিসেম্বর ২২, ১৯৭১ শুক্রবার ও দৈনিক বাংলা
জনগণের প্রতি তাজউদ্দিন; জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যবদ্ধ হন ঃ জামালপুর (কালিগঞ্জ), ২১ ডিসেম্বর (বাসস)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ রাজনৈতিক দল ও মত নির্বিশেষে বাংলাদেশের জনগণের প্রতি সার্বভৌমত্ব, জনগণের স্বার্থ ও রাষ্ট্রের চার নীতির মত জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা থেকে ২৫ মাইল উত্তরে জামালপুর হাই স্কুলে আজ এক জনসভায় ভাষণ দানকালে জনাব তাজউদ্দিন বলেন, দেশের স্বাধীনতা সংহত করার কাজে আজ বাংলাদেশের জনগণ বিশেষ করে যুব সমাজের এগিয়ে আসা কত। তিনি বলেন যে, সকল রাজনৈতিক দলের তাদের নিজেদের অর্থনৈতিক কর্মসূচি নিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। তিনি বলেন, কিন্তু জাতীয় মৌল বিষয়গুলাে সম্পর্কে আমাদের মধ্যে দ্বিমত থাকা উচিত নয়। তিনি বলেন যে, বাংলাদেশ কি করে সাধারণ মানুষের অর্থনৈতিক সমস্যা সমাধান করছে, সারা বিশ্ব গভীর আগ্রহের সাথে তা লক্ষ্য করছে। মন্ত্রী এর আগে এখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ৮৬তম শাখা উদ্বোধন করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি