ডিসেম্বর ২১, ১৯৭২ বৃহস্পতিবার ঃ দৈনিক পূর্বদেশ
বাংলা-ভারত মৈত্রী বাস্তবের উপর প্রতিষ্ঠিত ও ঢাকা, ২০ ডিসেম্বর (বাসস)। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে আয়ােজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ-ভারত মৈত্রী বাস্তবের উপর প্রতিষ্ঠিত এবং এতে ভাবাবেগের কোন স্থান নেই। তিনি বলেন, পাকিস্তানী প্রভুদের কিছু চর স্বাধীনতা নস্যাতের উদ্দেশ্য নানাবিধ দুষ্কর্মে লিপ্ত রয়েছে। তবে বাংলাদেশের জনগণ তাদের চক্রান্ত কখনই সফল হতে দেবে না। জনাব তাজউদিন বলেন, দেশের বহু কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার সুষ্ঠু ব্যবহার করতে হবে। তিনি বলেন, বিত্তবান দেশগুলাে সাহায্যের নামে সবসময়ই উন্নয়নশীল। দেশগুলাের উপর কর্তৃত্ব বজায় রাখতে চায়। তাই যে কোন ত্যাগ স্বীকার করে সব ব্যাপারে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা ছাড়া গত্যন্তর নেই। এ ব্যাপারে তিনি বৃটেনের উপমা দেন। যুদ্ধে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পর সেখানে পনের দিন পর পর একটি লােকের জন্য একটি ডিম বরাদ্দ করা হয়েছিল।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি