You dont have javascript enabled! Please enable it! 1972.12.19 | দৈনিক বাংলা-ময়মনসিংহে অর্থমন্ত্রী, ভবিষ্যৎ খাদ্য ঘাটতি পূরণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে - সংগ্রামের নোটবুক

ডিসেম্বর ১৯, ১৯৭২ মঙ্গলবার ঃ দৈনিক বাংলা

ময়মনসিংহে অর্থমন্ত্রী, ভবিষ্যৎ খাদ্য ঘাটতি পূরণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছেঃ অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে বলেন, সরকার ভবিষ্যতে খাদ্য ঘাটতি এড়ানাের জন্যে প্রয়ােজনীয় সবরকমের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, চলতি বছরে খাদ্যশস্য সংগ্রহের অভিজ্ঞতা ও সমস্যাদির আলােকে সরকার ভবিষ্যতের জন্যে প্রস্তুতি নিচ্ছে। জনগণের কাছে খাদ্য শস্য পৌছানাের আগে কোনাে সমাজ বিরােধী যেন তা আত্মসাৎ করতে না পারে তার নিশ্চয়তা বিধানে সহযােগিতার জন্যে তিনি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানান। সমাজে যারা শান্তি ভঙ্গের চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও প্রতিরােধ গড়ে তােলার জন্য তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান। যে কোন বেআইনী অস্ত্রশস্ত্র ও গােলা-গুলির সন্ধান থাকলে তা অবিলম্বে সরকারকে জানাননার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকারের একার পক্ষে খুঁজে বের করা সম্ভব নয় যে কে ভাল, কে মন্দ বা কে দুর্নীতিপরায়ণ আর কে দুনীতিপরায়ণ নয়। জনগণের পক্ষেই তা সম্ভব। তিনি বলেন, দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং এ সমাজে পরগাছাদের কোন ঠাই থাকবে না।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি