সেপ্টেম্বর ৩০, ১৯৭২ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ
উন্নয়নে স্বয়ম্ভরতাই আমাদের লক্ষ্য ঃ ওয়াশিংটন, ২৯ সেপ্টেম্বর (এনা)। বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল এখানে বলেন যে, উন্নয়নের ক্ষেত্রে অভ্যন্তরীণ সম্পদের ওপর নির্ভরশীলতাই তার দেশের লক্ষ্য। তিনি আরও বলেন যে, শেষপর্যন্ত বাংলাদেশ বৈদেশিক সাহায্য পরিত্যাগ করবে। এখানে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের বার্ষিক সম্মেলনে বক্তৃতা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, জনাব তাজউদ্দিন আন্তর্জাতিক অর্থ তহবিলেরও অন্যতম গভর্নর। জনাব তাজউদ্দিন আরও বলেন, শেষপর্যন্ত বৈদেশিক সাহায্য পরিত্যাগের সংকল্প নিয়েই আমরা এখন এটা প্রার্থনা করছি। বাংলাদেশের অর্থনীতি স্বয়ম্ভর হবে বলে তিনি মন্তব্য করেন। জনাব তাজউদ্দিন বলেন যে, বাংলাদেশের সামাজিক অবয়বে মৌল পরিবর্তনের ধারা বইছে।
গণতান্ত্রিক কাঠামাের উপর সমাজতান্ত্রিক অর্থনীতি গড়ে তােলাই বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক লক্ষ্য। তিনি আরও বলেন যে, অর্থনৈতিক কর্মকান্ডে সরকারী খাতের ভূমিকাকে প্রধান্য দেয়াই আমাদের উদ্দেশ্য। জনাব তাজউদ্দিন বলেন যে, তার দেশ আন্তর্জাতিক অর্থনৈতিক সমাজে পূর্ণ ও সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য প্রতীক্ষা করছে। তিনি তার দেশের যুদ্ধ-বিধ্বস্ত অর্থনীতি গড়ে তােলার জন্য সাহায্য কামনা করেন। জনাব তাজউদ্দিন এক. সর্তকবাণী উচ্চারণ করে বলেন যে, ধনী ও গরীব দেশগুলাের ক্রমবর্ধমান ব্যবধান বিশ্ব শান্তির পক্ষে হুমকি হয়ে উঠতে পারে। তিনি ধনী দেশগুলোর বিরুদ্ধে সংরক্ষণবাদ, অর্থ সাহায্য হ্রাস ও শর্তযুক্ত সাহায্য দানের অভিযােগ করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি